বিজ্ঞাপন

যেন আর কোনো রাজাকার আওয়াজ তুলতে না পারে: অ্যারোমা দত্ত

February 9, 2019 | 3:24 pm

।। সৈকত ভৌমিক, সিনিয়র নিউজরুম এডিটর ।।

বিজ্ঞাপন

ঢাকা:  মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে (কুমিল্লা) আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যারোমা দত্ত। তিনি বলেন, ‘আমি চাই যেন বাংলাদেশে কোনোদিন কোনো রাজাকার আর আওয়াজ তুলতে না পারে।’ শনিবার (৯ ফেব্রুয়ারি) সারাবাংলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

অ্যারোমা দত্ত বলেন, ‘বঙ্গবন্ধুর সব অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমিও  তার হাত ধরে দেশের জন্য কাজ করে যেতে চাই।’

এক প্রশ্নের জবাবে অ্যারোমা দত্ত বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের ধারা ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কাছে আমি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা নিয়ে সামনে এগুতে চাই।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু, আমার দাদু ধীরেন্দ্রনাথ দত্ত ও কাকু দিলীপ দত্তের আদর্শে কাজ করে তাদের রক্তের ঋণ শোধ করতে চাই।’

বিজ্ঞাপন

 আরও পড়ুন: মন্ত্রিসভার পর সংরক্ষিত আসনেও আ.লীগের চমক

অ্যারোমা দত্ত বলেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, তা যেন সম্পূর্ণ সৎভাবে পালন করতে পারি, সেজন্য সবার আশীর্বাদ প্রার্থী।’ তিনি আরও বলেন, ‘যে সব পাকিস্তানি সেনাবাহিনী আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।’

কুমিল্লা আদিকাল থেকেই একটি প্রগতিশীল এলাকা উল্লেখ করে অ্যারোমা দত্ত বলেন, ‘রাজনৈতিকভাবে সচেতন এই এলাকা সব সময়েই।  রাজনীতির কেন্দ্রবিন্দুতেও কুমিল্লা সব সময়েই ছিল, আছে, থাকবে। কুমিল্লায় সম্প্রীতির সঙ্গে উন্নতির ধারা অব্যাহত রেখে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়তে চাই। আমি কুমিল্লার সবাইকে এই ধারায় যুক্ত করে কাজ করে যেতে চাই।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বজন হারানো শোককে শক্তিতে রূপান্তর করে কাজ করে যাচ্ছেন মন্তব্য করে অ্যারোমা বলেন, ‘আমিও সেভাবেই তার নেতৃত্বে কাজ করে যেতে চাই।  মুক্তিযুদ্ধের চেতনা ও শহিদের রক্তকে মূল্যায়ন করে বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমিও সেই সংগ্রামে সামিল হবো। ’

প্রসঙ্গত, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি পাকিস্তান গণপরিষদে প্রথম তুলে ধরা ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি অ্যারোমা দত্ত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ হন অ্যারোমার দাদু ধীরেন্দ্রনাথ দত্ত ও কাকা দিলীপ দত্ত। বিখ্যাত সাংবাদিক সঞ্জীব দত্ত ও সমাজকর্মী প্রতীতি দত্তের মেয়ে অ্যারোমা মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও কাজ করেছেন।

সারাবাংলা/এসবি/এমএনএইচ

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন