বিজ্ঞাপন

পরাজয়ের ব্যর্থতা ঢাকতে বিএনপি অবান্তর অভিযোগ তুলছে: কাদের

February 13, 2019 | 2:58 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে অপবাদ দিয়ে তামাশার পাত্র হয়ে গেছে। জাতিসংঘসহ উন্নত বিশ্ব তাদের অপপ্রচারে বিভ্রান্ত হচ্ছে। যাদের কাছে তারা নালিশ করছে তাদের কাছে এর কানাকড়িও দাম নেই।’

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কাউলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিন প্রথমবারের মতো এক্সপ্রেসওয়েতে উঠানো দুটি স্প্যান ঘুরে দেখেন মন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ ব্যাপারে বিচার বিভাগ তদন্ত করলে করবে। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এসব নিয়ে মাথাব্যথা, হস্তক্ষেপ বাধা বা প্রতিবন্ধকতা সরকারের পক্ষ থেকে হবে না। বিচার বিভাগ স্বাধীন। তারা যদি তদন্ত করে তাহলে করতে পারে।’

পরাজয়ের ব্যর্থতা ঢাকতে বিএনপি অবান্তর অভিযোগ তুলছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা দেশে-বিদেশে হাস্যকর।’

ব্যারিস্টার মঈনুল গতকাল গণফোরামের অনুষ্ঠানে দেশ আমলা নির্ভর হয়ে গেছে- বলে যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘যারা রাজনীতিবিদ হয়ে মন মানসিকতায় আমলা তারা আমলার চেয়েও বড় আমলা। তিনি যখন তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তখন তার যে আচার-আচরণ এটাতো আমলা থেকেও ভয়ংকর ছিল।’

বিজ্ঞাপন

এ সময় প্রকল্প ঘুরে দেখেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ পর্যন্ত অগ্রগতির নিয়ে মন্ত্রীকে অবহিত করেন এক্সপ্রেওয়ের নতুন প্রকল্প পরিচালক এ এইচ এম এস আক্তার।

সারাবাংলা/এসএ/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন