বিজ্ঞাপন

লেভানোডফস্কির পেছনে মেসি

February 14, 2019 | 2:25 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

চলমান চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের চারটি ম্যাচ শেষ। আরও বাকি চারটি ম্যাচ। শেষ ষোলোর ম্যাচে এখনও মাঠে নামা হয়নি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের, নামা হয়নি দলটির পোলিশ গোলমেশিন রবার্ট লেভানোডফস্কির। রাউন্ড অব সিক্সটিনে এখনও মাঠে নামেনি বার্সেলোনা, নামা হয়নি ক্লাবের প্রাণভোমরা আর্জেন্টাইন লিওনেল মেসির। এখন পর্যন্ত গোলদাতাদের তালিকায় শীর্ষে বায়ার্নের লেভানোডফস্কি, দুইয়ে মেসি।

প্রথম লেগের চার ম্যাচে পিএসজি ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে, টটেনহ্যাম ৩-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে, রোমা ২-১ গোলে হারিয়েছে পোর্তোকে আর রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে আয়াক্সকে। প্রথম লেগে আগামী ১৯ ফেব্রুয়ারি বার্সেলোনার প্রতিপক্ষ লিঁও এবং বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ লিভারপুল। ২০ ফেব্রুয়ারি ভিন্ন দুটি ম্যাচে মুখোমুখি হবে শালকে-ম্যানচেস্টার সিটি, অ্যাতলেতিকো মাদ্রিদ-জুভেন্টাস।

বায়ার্ন মিউনিখের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন পোলিশ স্ট্রাইকার লেভানোডফস্কি। ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নামার আগে লেভানোডফস্কি খেলেছেন এই আসরে ৫৩৪ মিনিট, প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন সর্বোচ্চ ৮ বার। বার্সার অধিনায়ক মেসি ২৯৭ মিনিট খেলে গোল করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬টি।

বিজ্ঞাপন

আর্জেন্টাইন আরেক তারকা পাওলো দিবালা জুভেন্টাসের জার্সিতে এখনও শেষ ষোলোর প্রথম লেগে খেলেননি, ৩৫৫ মিনিট খেলে গোল করেছেন ৫টি। সমান সংখ্যক গোল করেছেন রোমার বসনিয়ান তারকা এডিন জেকো (৩৬০ মিনিট), বিদায় নেওয়া হফেনহেইমের ক্রোয়েমিয়ান তারকা আন্দ্রেজ ক্রামারিচ (৪৮১ মিনিট), পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার (৫৩২ মিনিট), আয়াক্সের সার্বিয়ান তারকা দুসান তাদিচ (৫৪০ মিনিট), পোর্তোর মালির ফুটবলার মৌসা মারেগা (৫৪০ মিনিট)।

এছাড়া, ৪টি করে গোল করেছেন বরুশিয়ার পর্তুগিজ তারকা রাফায়েল গুয়েরেইরো (২২১ মিনিট), অ্যাতলেতিকোর ফরাসি নায়ক অ্যান্তোনিও গ্রিজম্যান (৫৪০ মিনিট), বিদায় নেওয়া ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি (৫৪০ মিনিট) এবং টটেনহ্যামের ইংলিশ স্টার হ্যারি কেইন (৫৪০ মিনিট)।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন