বিজ্ঞাপন

ভাসানটেক বস্তি ভাঙার প্রস্তুতি, ক্ষুব্ধ বাসিন্দারা

February 19, 2019 | 3:03 am

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর ভাষানটেক বস্তি ভাঙা হচ্ছে বলে অভিযোগ করেছেন বস্তির বাসিন্দারা। তারা বলছেন, কোনও ধরনের নোটিশ না দিয়ে তাদেরকে বস্তি থেকে উচ্ছেদ করা হচ্ছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে বস্তি ভাঙার কাজ শুরু হবে বলে তাদেরকে জানানো হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বস্তিবাসীরা এ অভিযোগ করেন।

ভাষানটেক বস্তির বাসিন্দা হাসান সারাবাংলাকে জানান, এই রাতে প্রায় পাঁচ হাজার বস্তিবাসী খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। তাদেরকে আগে থেকে জানানো হয়নি, কোনও নোটিশও দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

হাসান আরও বলেন, ভাষানটেক বস্তি অনেক পুরনো বস্তি। হঠাৎ করেই এতগুলো পরিবার কোথায় যাবে কেউ জানে না। তারা সবাই ঘরের মালামাল নিয়ে রাস্তায় এসে অবস্থান নিয়েছেন। হাসানসহ বস্তিবাসীরা বলেন, তাদের আগে জানানো হয়নি, সন্ধ্যার দিকে মাইকিং করা হয়েছে। এই বস্তি কারা ভাঙছে, কেন ভাঙছেন তাও তারা জানেন না।

বস্তি ভাঙ্গার কথা স্বীকার করে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মমকর্তা মুন্সি ছাব্বীর আহম্মদ সারাবাংলাকে জানান, বস্তির লোকজনকে আগেই বলা হয়েছে, মাইকিং করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে বস্তি ভাঙার কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

কারা বস্তি ভাঙছেন, প্রশ্ন করলে তিনি ফোনের লাইনটি বিচ্ছিন্ন করে দেন।

সারাবাংলা/জেএ/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন