বিজ্ঞাপন

চকবাজারের লাশের ভিড়ে ঢাবি শিক্ষার্থী

February 21, 2019 | 1:27 pm

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাবি: রাজধানী পুরান ঢাকার চকবাজারের আগুনে ঘটনায় নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও রয়েছেন।

কাউসার আহমেদ নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যনেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী। কাউসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র ছিলেন।

কাউসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বন্ধু মহিউদ্দিন সারাবাংলাকে জানান, কাউসার সেখানে একটি ফার্মেসি ও ডেন্টালের দোকান ছিল। তার লাশ শনাক্ত করা গেছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। কাউসারের পরিবার লাশ নেওয়ার জন্য অপেক্ষা করছে।

বিজ্ঞাপন

সকালে কাউসারের লাশ নিতে ১১ মাস বয়সী দুই জমজ মেয়েকে কোলে নিয়ে হাসপাতালের সামসে আস তার স্ত্রী।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে জানান, আমরা চক বাজার থানায় খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

সারাবাংলা/কেকে/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন