বিজ্ঞাপন

ফাগুনেই যেন কালবৈশাখী, ভর করেছে রাতের অন্ধকার

February 25, 2019 | 11:03 am

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: ফাল্গুন মাসে কালবৈশাখীর মতো দমকা হাওয়া বয়ে গেছে চট্টগ্রামসহ আশপাশের এলাকায়। সেইসঙ্গে চলছে বজ্রসহ বৃষ্টিপাত।

প্রচণ্ড বেগে বাতাস আর বৃষ্টির মধ্যে সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালের আলো ছাপিয়ে নিকষ কালো অন্ধকার নেমে এসেছিল বন্দরনগরী জুড়ে।

নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল সারাবাংলাকে জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিক থেকে সৃষ্ট মৌসুমি বায়ু দমকা হাওয়ার আকারে চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে গেছে।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ৮ টায় এর গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ কিলোমিটার। সকাল ৯ টা ১০ মিনিটে তা বেড়ে হয় ৬৫ কিলোমিটার। সকাল ৯টা ১৮ মিনিটে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে চট্টগ্রামের উপর দিয়ে বাতাস বয়ে যায়।

বাতাসের সঙ্গে বিকট শব্দে বজ্রপাত ছিল। এর সঙ্গে শুরু হয় কখনো হাল্কা, কখনো মাঝারি ধরনের বৃষ্টি। থেমে থেমে বৃষ্টিপাত এখনও অব্যাহত আছে।

বিজ্ঞাপন

সকাল ৯টা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের কথা জানিয়েছেন সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল।

সকাল বাতাস ও বৃষ্টির সঙ্গে আকাশ ঘন অন্ধকারে ছেয়ে যায়। বৃষ্টির মধ্যে পথচারী, অফিস-স্কুলগামী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বিপাকে পড়েন।

তবে দু’দিনের হালকা গরম কাটিয়ে দিয়েছে বসন্ত মৌসুমের এই প্রথম বৃষ্টি।

সারাবাংলা/আরডি/এনএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন