বিজ্ঞাপন

‘এখন স্বাধীনভাবে খেলার পাশাপাশি সিদ্ধান্তও নিতে পারি’

January 19, 2018 | 9:25 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে অনেকবারই করা হলো সাকিব আল হাসানকে। শ্রীলঙ্কার সঙ্গে তো আগেও জিতেছে বাংলাদেশ, কিন্তু এমন দাপুটে জয় তো আসেনি আগে। রঙিন পোশাকে তো দেশের মাটিতে দারুণ ছিল বাংলাদেশ, কিন্তু এমন অপ্রতিরোধ্য তো মনে হয়নি! বাড়তি কি কিছু একটা কাজ করেছে?

সাকিব শুরুতে কিছুই মানতে চাননি, ‘একটা জয় আমাদের কাছে কেবল জয়ই। শ্রীলঙ্কার সঙ্গে জেতটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। এই টুর্নামেন্টের প্রতিযোগিতা হিসেবেও যদি দেখি এই ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ ছিল ফাইনালে যাওয়ার জন্য’- এমন কথায় তো আলাদা করে কোনো বার্তা থাকে না।

টাইগারদের সাবেক ও লঙ্কানদের বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রশ্ন উঠতেই ফুলটস বলটা পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ‘আমরা মাথায় নেই না (হাথুরুকে নিয়ে ভাবনা), এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমি চাই, আপনারা যেন মাথায় না নেন। এটা আমাদের জন্য আরও ভালো।’

বিজ্ঞাপন

সাকিবের ৬৭ রানের ইনিংস

নিজে তিনে উঠে এসেছেন, নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। পর পর দুই ম্যাচে ম্যাচ সেরা হয়ে জানিয়েছেন, এই চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। তবে তা নিয়েও মোটামুটি নিরাবেগ। বাঁধা গতেই বললেন, ‘দলের জন্য অবদান রাখতে পারাটা সব সময় ভালো একটা ফিলিং। শেষ দুইদিন ধরে ভালো পারফরম্যান্স হচ্ছে ব্যাটিং-বোলিং সব বিভাগেই। চেষ্টা থাকবে এটা যেন ধারাবাহিক ভাবে করতে পারি।’

শেষ পর্যন্ত সাকিব একটু ‘উদার’ হলেন! দলে যে একটু পরিবর্তন এসেছে, সেটাও যেন মেনে নিলেন। নিজে তিনে ব্যাট করছেন, বাড়তি দায়িত্ব নিচ্ছেন। মূল কোচ না থাকায় আলাদা একটা দায়িত্ব তো আছেই। সাকিব সেটাই দেখছেন বড় করে।

বিজ্ঞাপন

সাকিবের ম্যাচ শেষে কনফারেন্স

সাকিব জানান, ‘একটু তো ভিন্ন হবেই সবকিছু। আমাদের পরিকল্পনা যারা করেন তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে। যেহেতু আমাদের কোচের পরিবর্তন এসেছে। তার নতুন কিছু চিন্তা ভাবনা থাকবে। আমি বলবো না আগে আমরা স্বাধীন ভাবে খেলতে পারতাম না। এখন আমরা স্বাধীন ভাবে খেলার পাশাপাশি সিদ্ধান্তও নিতে পারি। সো আমাদের কাছে মনে হয়, আমাদের কাছে এটা একটা সুবিধা। সুজন ভাই আছে, রিচার্ড আছে দুইজনই জানে আমাদের কি দরকার। দুইজনই এগুলো সরবরাহ করতে পারছে, আমরা মাঠে পারফরম্যান্স করছি।’

মুখে অনুচ্চারিত থাকলেও বাড়তি জেদটাই তাহলে সাকিবদের এমন রূদ্ররূপের রহস্য!

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন