বিজ্ঞাপন

রিয়ালকে বিদায় করে কোপা দেল রের ফাইনালে বার্সা

February 28, 2019 | 4:25 am

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা। তাতে অনেকটা চাপে ছিল আর্নেস্তো ভালভারদের দল। তবে সেই শঙ্কা উড়ে গেছে লুইস সুয়ারেজের জোড়া গোলে। তাতেই চাপ ছাড়া জয় তুলে আসরের ফাইনালে উঠলো কাতালানরা।

সেমির প্রথম লেগে ১-১ এ সমতায় থাকার পর বুধবার (২৭ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। লুইস সুয়ারেজের জোড়া গোলের দিনে রিয়ালের জালে আত্মঘাতি গোল করেন বসেন রাফায়েল ভারানে। তাতে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে হেরে ছিটকে পড়েছে সান্তিয়াগো সোলারির দল।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই লড়াই চালাতে থাকে বার্সা। তবে প্রথমার্ধে কোনো সফলতা পায়নি তারা। তবে প্রথমার্ধে রিয়ালের হয়ে দুবার সুযোগ পেয়েও বার্সার জালে বল জড়াতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

বিজ্ঞাপন

বিরতির আগে কোনো গোল না হওয়ায় গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামার ৫ মিনিট পরই গোলের দেখা পায় বার্সেলোনা। ম্যাচের ৫০ মিনিটে উসমান দেম্বেলের কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে দলকে এগিয়ে নেন সুয়ারেজ (১-০)।

এরপর সমতায় ফিরতে লড়াই করে রিয়াল। উল্টো ম্যাচের ৬৯ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন রাফায়েল ভারানে। ডি-বক্সের ডান দিকে দেম্বেলের বাড়ানো শট ঠেকাতে গিয়ে বিপদ ডেকে আনেন ফরাসি এই ডিফেন্ডার। তাতেই ২-০ গোলে এগিয়ে যায় কাতালানরা।

চার মিনিটের ব্যবধানে পেনাল্টি পায় বার্সা। ডি-বক্সে সুয়ারেজকে ফাউল করেন কাসেমিরো। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে বল জালে জড়িয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন উরুগুইয়ান স্ট্রাইকার।

বিজ্ঞাপন

এ নিয়ে টানা ছয় আসরের ফাইনালে ঊঠলো বার্সা। যেখানে শেষ চার মৌসুমেই শিরোপা জিতেছে তারা। আর ২০১৩-১৪ মৌসুমে ফাইনালে রিয়ালের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল তারা।

তবে এবার ফাইনালে বার্সার প্রতিপক্ষ কারা সেটা এখনো ঠিক হয়নি। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) আরেক সেমির দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল বেতিস ও ভ্যালেন্সিয়া। প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছিল দুই দল।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন