বিজ্ঞাপন

মাশরাফি-তামিমের ক্ষোভ, দোষ দেখছে না বিসিবি

December 3, 2017 | 3:42 pm

সারাবাংলা প্রতিবেদক

বিজ্ঞাপন

হাফ ভলির একটু আগে বল পড়ে ব্যাটসম্যানের ঘাড়ের ওপর দিয়ে আতঙ্ক ছড়িয়ে কিপারের মাথার ওপর দিয়ে চলে গেল বল। ব্যাট হাতে তামিম তো অবাক; কি হচ্ছে ক্রিজে! যে বল সর্বোচ্চ হলে হাঁটুর উপরে থাকার কথা সে বল আঘাত হানছে মুখে! ক্রিজ নিয়ে আগের দিন ম্যাচে এমন অভিব্যক্তি ছিল তামিম-মাশরাফিদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই দুজন ক্ষোভ প্রকাশ করেছেন বাজে পিচের জন্য। কিউরেটরের কাজের উপর প্রশ্ন তুলেছেন দেশের দুই তারকা।   এমন ক্ষোভের পরেরদিন আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিপিএল গভার্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

পিচের করুণ অবস্থা নিয়ে প্রশ্ন করলে কিউরেটরের উল্টো সাফাই গেয়েছেন তিনি। পিচ কেমন হবে তা দেখেন লঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভা। তার দোষ দেখেন না তিনি, ‘কিউরেটরের সামর্থ্য নিয়ে প্রশ্ন আসাটা এখানে অবান্তর। এই কিউরেটরের অধীনে গত চার বছর ধরে মাঠ পরিচালিত হয়ে আসছে। এই মাঠে আমাদের বাংলাদেশ দলের অনেকগুলো সফলতা রয়েছে। আমরা এই মাঠে ভারতকে হারিয়েছি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি, দুইটা টেস্ট জিতলাম। তখন এই সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠেনি।’

বিজ্ঞাপন

এই পিচে গত ম্যাচে ৯৭ রানে অলআউট হয়েছে রংপুর। সেই রান তুলতে গিয়ে খাবি খেয়েছে তামিমের কুমিল্লাও। ম্যাচ শেষে এ নিয়ে সমালোচনা করেছেন তামিম ও মাশরাফি দুজনই। তবে ক্ষোভের পরও কিউরেটরের দোষ মানতে নারাজ মল্লিক, ‘এখন একটা দল ৯৭ রানে অলআউট হয়ে গেল,ব্যাটসম্যানরা খেলতে পারেনি আর তাতেই কিউরেটরকে দোষ দিলে তো মেনে নেয়া হবে না। এ ব্যাপারে আমি একদম স্পষ্ট বলতে পারি।’

তিনি বলের ‘দেখুন, উইকেটের ব্যাপারটা যা আসছে, খালি চোখে যদি বলেন তবে আমাদের এই উইকেটটা আমাদের কাছে টি২০ এর উইকেট মনে হয় না। উইকেটটা একটু স্লো। এই উইকেট ১০০ রান করার মত উইকেট না, এটা কিন্তু ১৪০/৫০ করার মত উইকেট। গতকালও যদি দুইটা ম্যাচ দেখেন, এক ম্যাচে স্কোর হল ৯৭ আরেক ম্যাচে হল ২০৫।’

তবে কিউরেটর আর উইকেটের সাফাই করেও তিনি গ্রাউন্ডস কমিটিকে পিচ নিয়ে নাকি নির্দেশনা দিয়েছেন, ‘উইকেট নিয়ে আমরা গ্রাউন্ডস কমিটির সাথে বসেছি। আমরা তাদেরকে বলেছি উইকেটটা যেন আর একটু ব্যাটিং বান্ধব হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে।’

বিজ্ঞাপন

এ উইকেট টি-টুয়েন্টির জন্য ওতটা স্বীকার করলেও উইকেট জঘন্য মানতে রাজি নন তিনি, ‘জঘন্য উইকেট না। এই উইকেটেই কিন্তু ওরা (তামিম-মাশরাফি) জাতীয় দলের ম্যাচ খেলে। তবে আপনারা বলতে পারেন এই উইকেটটা টি২০ এর জন্য ওতটা ভাল না। কালকে খেলা শেষে তামিম আমার কাছে অভিযোগ করেছে, এই উইকেট ঠিক নেই। এই ব্যাপারে আমি ওর সাথে একমত যে, এটা প্রোপার উইকেট না। তবে এটা জঘণ্য উইকেটও না।’

তবে পিচের বিতর্কের মধ্যেই গামিনীকে সাথে নিয়ে উইকেটে দেখা গেছে ইসমাইল হায়দার মল্লিক, সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনকে। তারা বেশ কিছু সময় সেখানে ছিলেন। কথা বলছিলেন তার সাথে।

সারাবাংলা/জেএইচ/০৩ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন