বিজ্ঞাপন

হাসপাতাল নয়, বাসায় আছেন পেলে

January 20, 2018 | 3:49 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ক্লান্ত হয়ে পড়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে। তবে হাসপাতালে ভর্তির গুঞ্জন ছড়ালেও তাঁর মুখপাত্র জানিয়েছেন,তিনি বাসায় বিশ্রামে আছেন।

সপ্তাশেষে লন্ডনে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ)  নৈশভোজের আয়োজনে অংশ নেয়ার কথা থাকলেওঅংশ নেবেন না ৭৭ বছর বয়সী এই কিংবদন্তি।

সংস্থাটি (এফডব্লিউএ) এক বিবৃতিতে জানায়একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞাপন

পেলের মুখপাত্র জানান, ‘পেলে হাসপাতালে ভর্তি ছিলেন না। হাসপাতালে ভর্তির তথ্য ভুল। ২০১৫ সালে কিডনি ও প্রস্টেটে সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে (পেলে) । বাসায় বিশ্রামেই আছেন তিনি।‘

ফোর্নোস রদ্রিগেজ বলেন, ‘তাঁর বিমানযাত্রা দীর্ঘ ও অনেক ধকল যাবে বলেই যাচ্ছেন না পেলে। কে জানেকত বিমান আর বিমানবন্দর পেরুতে হয়!’

অনেকের দৃষ্টিতে, সর্বকালের সেরা ফুটবলার পেলে। ১৯৭০ সালে নিজের শেষ বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে গোল করেন ১২ টি। ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবেও গোল্ডেন বল জেতেন এই কিংবদন্তি।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন/এএম

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন