বিজ্ঞাপন

কোস্টারিকায় হাঙরের হামলায় মার্কিন নারী নিহত

December 4, 2017 | 4:12 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

কোস্টারিকার প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপের কাছে হাঙরের আক্রমণে এক মার্কিন নারী পর্যটক (৪৯) নিহত হয়েছেন। এ সময় কোস্টারিকার ২৬ বছর বয়সী এক গাইডও আহত হয়েছেন।

ডেইলি মেইলে প্রকাশিত এক খবরে বলা হয়, আহত হওয়া ওই গাইড একটি পর্যটক গ্পরকে নেতৃত্ব দিচ্ছিল।
দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কোস্টারিকার মূল ভূখণ্ড থেকে ৩০০ কিলোমিটার দূরে কোকোস দ্বীপের অদূরে ন্যাশনাল পার্কে সাঁতার কাটার সময় তারা হাঙরের আক্রমণের শিকার হন।

দেশটির একটি গণমাধ্যম জানিয়েছে, পর্যটক গ্রুপটি যখন পানিতে সাঁতার কাটছিল তখন তাদের গাইড প্রথমে হাঙরটিকে দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই হাঙরটি ওই নারীর দুপা বিছিন্ন করে ফেলে। তাকে রক্ষা করতে গেলে সেই গাইডও গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু ঘটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এমএইচটি/ আইজেকে/ ৪ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন