বিজ্ঞাপন

অপেক্ষা বাড়লো বিদায় নেওয়া শারাপোভার

January 21, 2018 | 4:51 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও জয়ের ধারা অব্যাহত রেখেছিলেন রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা। ২০০৮ সালে মাত্র ২০ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন শারাপোভার তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষ ছিল ২০১৬ সালের চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবার। এই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন শারাপোভা।

ডোপ নিষেধাজ্ঞা থেকে ফিরে এবার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেলেছেন শারাপোভা। রুশ সুন্দরীকে সরাসরি সেটে (৬-১, ৬-৩) হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছান জার্মান তারকা কেরবার।

বিজ্ঞাপন

২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে ধরা পড়ে ১৫ মাস নিষিদ্ধ থাকা রুশ টেনিস তারকা শারাপোভা জানান, ‘দু’বছর পর এখানে ফিরেছিলাম। স্বাভাবিকভাবেই এই মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম। এখানে প্রতিটা ম্যাচের জয় আমার কাছে অত্যন্ত মর্যাদার। ছিটকে পড়ায় আমাকে আবারো অপেক্ষার দিনগুলোকে বেছে নিতে হচ্ছে। সমর্থকরা আমার পাশে ছিলেন জন্য তাদের ধন্যবাদ জানাই।’

জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা লাইভ ম্যাচ দেখুন এখানে

বিজ্ঞাপন

২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনের মাঝপথে ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ হন শারাপোভা। নিষিদ্ধ মেলডোনিয়াম নিয়ে ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ে কোর্ট থেকে ছিটকে গিয়েছিলেন বিশ্বের সাবেক এক নম্বর মহিলা টেনিস তারকা।

দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে শারাপোভা আনাস্তাসিজা সেভাস্তোভাকে হারান। সেভাস্তোভাকে প্রথম সেটে হারাতে মাত্র ২৩ মিনিট সময় নেন শারাপোভা। প্রথম সেটে জয় পান ৬-১ ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সেভাস্তোভা। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, তাতে ৭-৬ (৭-৪) জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন শারাপোভা।

এর আগে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে শুভ সূচনা করেন শারাপোভা। তাতজানা মারিয়াকে সরাসরি সেটে হারিয়ে আসরটির দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন এ রাশিয়ান নারী তারকা। মাত্র ৭৮ মিনিট সময় নিয়ে ৬-১ ও ৬-৪ সেটে জার্মান প্রতিপক্ষকে উড়িয়ে দেন শারাপোভা।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন