বিজ্ঞাপন

কোয়ার্টার ফাইনালে নাদাল

January 21, 2018 | 4:52 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

দাপটের সঙ্গে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছেন রাফায়েল নাদাল। গত নভেম্বর থেকে হাঁটুর চোটের কারণে কোনো টুর্নামেন্টে খেলেতে পারেননি নাদাল। তবে পুরুষের শীর্ষ এ তারকার কোনো রকম ছন্দপতন হয়নি। শেষ ষোলোয় দিয়েগো সোয়ার্টজম্যানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন টেনিস পুরুষের শীর্ষ এ তারকা।

শেষ আটে যাওয়ার ম্যাচে প্রথম রাউন্ডে নাদাল জেতেন ৬-৩ সেটে। পরের রাউন্ডে টাইব্রেকারে হারেন ৬-৭ (৪-৭)। তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন ৬-৩ সেটে। আর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চতুর্থ সেটটি নিজের করে নেন নাদাল (৬-৩)।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা লাইভ ম্যাচ দেখুন এখানে

এর আগে তৃতীয় রাউন্ড নিশ্চিত করতে আর্জেন্টিনার লিওনার্দো মায়ারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে কোর্ট ছাড়েন স্প্যানিশ টেনিস তারকা। শেষ সেটটি ট্রাইব্রেকারে নিষ্পত্তি হয়।

বিজ্ঞাপন

তারও আগে মেলবোর্নের রড লেভার এরেনায় শুরুর রাউন্ডে ডমিনিকান টেনিস তারকা ভিক্টর এস্ত্রেলা বার্গোসকে তিন সেটে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করেন স্প্যানিশ এই তারকা। ডমিনিকান রিপাবলিকের ভিক্টর এস্ত্রেলা বার্গোসকে ৬-১, ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্পেনের এই তারকা। মাত্র ২৩ মিনিটে প্রথম সেট জিতে নেন নাদাল। সব মিলিয়ে ১ ঘণ্টা ৩৪ মিনিটের লড়াইয়ে জয় পান তিনি।

রজার ফেদেরারের কাছে গত আসরের ফাইনালে হেরে যান নাদাল। এই ইভেন্টে একবারই (২০০৯ সালে) ট্রফি জিতেছিলেন নাদাল।

শেষ আটে নাদাল খেলবেন গত বছরের উইম্বল্ডন ফাইনালিস্ট মারিন চিলিসের বিপক্ষে। জিতলেই সেমিফাইনালের টিকিট পাবেন নাদাল।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন