বিজ্ঞাপন

বিএনপি মুণ্ডুহীন, শরীর ধড়ফড় করছে: মতিয়া

March 15, 2019 | 10:38 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি বিহেডেড ন্যাশনালিস্ট পার্টি। বিএনপির মুণ্ডুহীন একটা ধড় পড়ে আছে। মানুষের মাথা যখন বিচ্ছিন্ন হলে গেলে শরীরটা কিছুক্ষণ ছটফট করে নিশ্চল হয়ে যায়। বিএনপি ওই নিশ্চল হওয়ার আগের পর্যায়ে আছে।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ১৫ মার্চ কৃষক হত্যা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপি-জামায়াত জোট শাসনামলে সারের জন্য আন্দোলন করতে গিয়ে কৃষকদের বিভিন্ন জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, ‘এদের লোভের বলি হয়েছিল বাংলার কৃষক ও বাংলার মানুষ। এরা ক্ষমতায় থেকেও মানুষ মারে, আবার যখন ক্ষমতার বাইরে থেকেও মানুষ হত্যা করে। এবারও ইলেকশনের সময় কম চেষ্টা করেনি। কিন্তু দেশের মানুষ তাদেরকে প্রত্যাখান করেছে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের মেয়াদে কৃষিখাতের উন্নয়নে পদক্ষেপ তুলে ধরে সাবেক কৃষিমন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে, কৃষকের দোয়ার বরকতে, আমরা ১৬ কোটি লোকের চাহিদা মিটিয়ে দশ/এগার লাখ রোহিঙ্গাদর ভাতের চাহিদাও মেটাতে সক্ষম হয়েছি। এই অসাধ্য সাধন করতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

১৯৯৬ সালে ক্ষমতায় এসে বিএনপির রেখে যাওয়া ৪০ লাখ টন খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু করেছিলাম। সেই খাদ্য ঘাটতি মিটিয়ে ২০০১ সালের নির্বাচনের আগেই বিশ্ব খাদ্যসংস্থা (এএফও) ২০০০ সালে স্বীকৃতি দেয় বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘এরা মানুষ হত্যাকারীর পার্টি, এরা খুনির পার্টি। ক্ষমতায় থাকলেও মানুষ মারে, ক্ষমতার বাইরে থাকলেও মানুষ হত্যা করে। এদের নেশা হলো খুনের নেশা। এদের জন্মও হত্যার ভেতর দিয়ে। জিয়াউর রহমান ক্ষমতায় থেকে জেলখানায় একের পর এক ফাঁসি দিত। এদের কোনো বিচার-আচার নাই। জিয়াউর রহমান কাঁটা চামচ দিয়ে এক হাত দিয়ে খাবার মুখে দিত, আরেক হাতে মৃত্যুদণ্ডে স্বাক্ষর করত।’

বিজ্ঞাপন

এতিমের টাকা অর্থ আত্মসাতের মামলায় খালেদা জিয়ার কারাবরণের কথা তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, ‘পাপ বাপকেও ছাড়ে না। মামার বাড়ির আবদার, সাজাপ্রাপ্ত আসামিকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করাতে হবে, কেন বঙ্গবন্ধু মেডিকেল পছন্দ হয় না? আমি নিজেও জিয়াউর রহমানের আমলে বঙ্গবন্ধু মেডিকেলে ২২দিন ছিলাম। আমাদের তো ইউনাইটেডে বা অন্য কোথাও পাঠানো হয়নি। আমিও ডিভিশনপ্রাপ্ত আসামি ছিলাম।’

কৃষক হত্যায় জড়িতদের বিচার দাবি করে তিনি আরও বলেন, ‘আপনারা দোয়া করেন। শেখ হাসিনা যেন এই দেশের মানুষকে তার বাবার স্বপ্নের উন্নত জীবন দিতে পারেন। দেশের কৃষকদের আধুনিক বিজ্ঞানের রাস্তায় চলা কৃষকে পরিণত করতে পারেন এবং আরও ফসল উৎপাদন করতে পারেন।’

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চন্দ্র দে’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, শেখ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাখাওয়াত হোসেন সুইটসহ অনেকে।

সারাবাংলা/এনআর/একে

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন