বিজ্ঞাপন

মডেলের চোখের মণিতে ট্যাটু, অন্ধ হওয়ার আশঙ্কা!

December 4, 2017 | 6:39 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

কানাডার মডেল ক্যাট গ্যালিনজার ফ্যাশন জগতে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে ভিন্নধর্মী পথ বেছে নিয়েছেন। ভিন্নতা আনতে ২৪ বছরের এই মডেল এবার চোখের মণিতে বেগুনি রঙয়ের ট্যাটু এঁকেছেন।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে মডেল ক্যাট গ্যালিনজারের বরাত দিয়ে বলা হয়, কয়েক মাস আগে চোখের মণিতে বেগুনি রঙের ট্যাটু এঁকেছিলেন তিনি। ট্যাটু আঁকার এক মাস পরেই চোখে তীব্র ব্যথা শুরু হয়। শুধু তাই নয়, বর্তমানে কমে এসেছে তার দৃষ্টিশক্তিও। বর্তমানে পুরোপুরি চোখ হারানোর ঝুঁকিতে আছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, শরীরে বিভিন্ন পরিবর্তন আনার চরম ভক্ত ছিলেন ক্যাট গ্যালিনজার। তাকে একজন চোখের সাদা অংশ রঙিন করার জন্য ইনজেকশন নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
যারা অপ্রচলিত উপায়ে শরীরে পরিবর্তন আনতে চায় তাদের কাছে ‘স্কেলেরা স্টেইনিং’ নামে পরিচিত এ পদ্ধতিটি সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

ক্যাট গ্যালিনজারও শরীরের পরিবর্তন আনতে ওই প্রস্তাব হাতছাড়া করেনি। চোখ রাঙানোর জন্য তিনি নিজের পছন্দের রং বেগুনি বেছে নেন। কিন্তু চোখ রাঙানোর প্রক্রিয়ার দিনই ভয়াবহ ভুল হয়ে যায়। চোখের মণির চারদিকের সাদা অংশে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা বেগুনি রং চামড়া ছিড়ে বেরিয়ে আসে। পরের দিনই চোখটি বন্ধ হয়ে যায় তার। এমনকি ভয়াবহ পার্শ্ব-প্রতিক্রিয়াও দেখা দেয় তার চোখে।
চিকিৎসকরা জানান, ক্ষতিগ্রস্ত চোখের আলো চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে তার।
স্কেলেরা স্টেইনিংয়ের ব্যাপারে মানুষকে সচেতন করতে গত ২০ সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করেন গ্যালিনজার।

তিনি লিখেছেন, ‘বেশ কয়েকবার হাসপাতালে গেছেন। জ্বালা কমাতে তাকে সামান্য অ্যান্টিবায়োটিক ও চোখের ড্রপ দেওয়া হয়েছে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে এবং অবস্থার কোনো উন্নতি হচ্ছে না।’
ফেসবুকে অন্যদের সতর্ক করে দিয়ে কানাডীয় এ মডেল লেখেন, এ ধরনের কাজে আসক্ত হওয়ার আগে দয়া করে সতর্কতা অবলম্বন করুন। আমি চাই না, এ ধরনের ঘটনা অন্য কারো ক্ষেত্রে ঘটুক।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এমএইচটি/ আইজেকে/ ৪ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন