বিজ্ঞাপন

সাকিব-মুশফিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চান তামিমও

January 22, 2018 | 5:13 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ জয়ের পরেই সাকিব আল হাসান বলে গিয়েছিলেন, তামিম-মুশফিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাটা দলের জন্যই ভালো। আজ তামিম ইকবালও সংবাদ সম্মেলনে এসে বললেন, সাকিব-মুশফিকের সঙ্গে প্রতিযোগিতাটা তিনিও চান।

বাংলাদেশের ব্যাটিংয়ের প্রায় সব বড় রেকর্ডই নিজেদের করে নিয়েছেন তামিম-সাকিব। চার হাজার রানের মাইলফলক আগে ছুঁয়েছেন সাকিব, পাঁচ ও ছয় হাজার রানে তাকে ছাড়িয়ে যাওয়ার পথে তামিম। সাকিব যেমন বলেছিলেন, কে কার চেয়ে বেশি রান করতে পারে তা নিয়ে একটা প্রতিযোগিতা থাকেই। তামিমও বললেন, এই প্রতিদ্বন্দ্বিতা আখেরে দলের জন্যই ভালো।

‘ভালো হবে যদি প্রতিযোগিতা জমে। আমার কাছে মনে হয় যে দলের মধ্যে যদি সুস্থ প্রতিযোগিতা থাকে সেটা সব সময়ই ভালো। আমি যদি কাউকে হারাতে চাই, ইনফ্যাক্ট সে যদি আমাকে হারাতে চায়, এটা সব সময় ভালো। সাকিব তিনে ব্যাট করায় অনেক বেশি ওভার ব্যাট করতে পারবে। এইজন্য আমাকেও মনে রাখতে হবে যে আমাকে পারফর্ম করতে হবে উপরে থাকতে হলে।’

বিজ্ঞাপন

সাকিব যেমন মনে করিয়ে দিয়েছেন, ব্যাটিং অর্ডারের আরেক স্তম্ভ মুশফিকের কথাও মনে করিয়ে দিয়েছেন তামিম, ‘কেবল সাকিব না, মুশফিকও আছে। সেও অনেক রান করে ফেলেছে। ২০১৭ সালে দারুণ বছর গেছে ওর। সুস্থ প্রতিযোগিতা থাকলে ব্যাটিং সাইড বলেন বা বোলিং, এটা দলের জন্য ভালো। রুবেল ১০০ উইকেট পেয়েছে, এখন ২০০ উইকেটের জন্য খেলবে। সাত বছরে ১০০ হয়েছে। এখন ওর টার্গেট থাকা উচিত তিন বছরে আরও ১০০ নেওয়ার।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন