বিজ্ঞাপন

ইতিহাসের পুনরাবৃত্তি চায় টিসি, নতুন ইতিহাসে চোখ সাইফের

January 22, 2018 | 5:27 pm

স্টাফ করেসপন্ডেন্ট
টাইম মেশিনে সময়টা একটু পিছিয়ে দিলে দেখবেন, ঘরোয়া ফুটবলের ইতিহাসে একটা চমকের সৃষ্টি হয়। প্রিমিয়ার লিগে টিকিট মেলে সাইফ স্পোর্টিং ক্লাবের। সেই টিকিটেই এএফসির দরজা খুলে গিয়েছে হলুদ শিবিরের। প্রথম আসরেই নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে তারা। প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্টস (ট্রাস্ট অ্যান্ড কেয়ার) ফুটবল ক্লাব। তাদেরও ইতিহাস সমৃদ্ধ।

বিজ্ঞাপন

সমৃদ্ধ বলার কারণও আছে। মালদ্বীপের এই ক্লাবটির বয়সও বেশি না। ২০১৪ সালে দেশটির প্রিমিয়ার লিগে নাম লিখিয়ে বর্তমানে রানার্সআপ। গত বছরের মার্চে বাংলাদেশ থেকে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ শিরোপা নিয়ে ঘরে ফিরেছে ক্লাবটি।

সেই স্মৃতি এখনও উজ্জীবিত করে তাদের। সেই ইতিহাসের পুনারাবৃত্তি করতে চায় দলটি। বাংলাদেশ থেকে প্রিলিমিনারি ম্যাচে জয় নিয়ে ফিরতে চায় তারা। সেই ইঙ্গিতই দিলেন ক্লাবটির কোচ নিজাম মোহাম্মেদ, ‘আমাদের প্রতিপক্ষ সাইফ অনেক শক্তিশালী। তাদের দ্বিতীয় লেগের কয়েকটি ম্যাচ দেখেছি। কিছু ভালো খেলোয়াড় তারা নিয়েছে জানি। তবে আমাদের লক্ষ্য জয়। এর আগেও এ দেশ থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছি।’

ছেড়ে দিতে নারাজ খাতা-কলমে প্রিমিয়ার লিগের হ্যাভিয়েট সাইফ স্পোর্টিং। মালদ্বীপের বিপক্ষে জয় নিয়ে নতুন ইতিহাস রচনা করতে চায় নর্থ মোরের শিষ্যরা। তাইতো দুই বেলা অনুশীলন চালিয়ে যাচ্ছে মাস খানেক ধরে। দলের সবাই এখন ফিট। চোঁট থেকে সেরে উঠেছেন সবাই।

বিজ্ঞাপন

চমক দেখিয়ে টিসি স্পোর্টসকে স্বাগত জানাতে চান দলের অধিনায়ক জামাল ভুইয়া, ‘আমাদের জন্য সম্মানের একটা ম্যাচ। অন এন্ড অফ দ্য ফিল্ড আমরা প্রস্তুত। বেস্ট প্রিপারেশনটা নিয়েছি।’

কোচ নর্থ মোরের চোখও জয়ে, ‘আমাদের ভালো কিছু খেলোয়াড় আছে। নিজেদের সর্বোচ্চটা দিতে পারলে জয় পাবে ছেলেরা।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামীকাল (মঙ্গলবার) বিকাল ৩টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে এটিএন। ফিরতি ম্যাচটা ৩০ জানুয়ারি মালদ্বীপের মালেতে খেলতে যাবে সাইফ।

বিজ্ঞাপন

এএফসি কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ থেকে দুটি ক্লাব। প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি কাপের গ্রুপ পর্বে সরাসরি খেলবে ঢাকা আবাহনী। সাইফকে টপকাতে হবে দুটি বাধা। প্রিলিমিনারি পর্ব শেষে ডি গ্রুপের প্লে অফে। এ গ্রুপে আছে আবাহনীও।

সারাবাংলা/জেএইচ/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন