বিজ্ঞাপন

বিলাইছড়িতে আ.লীগ নেতা খুনের ৪৮ ঘণ্টা পরও মামলা হয়নি

March 22, 2019 | 3:51 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যার ৪৮ ঘণ্টা পার হলেও এখনও মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি। হত্যার ঘটনায় পর উপজেলা আওয়ামী লীগের ডাকে ৪৮ ঘণ্টা অবরোধ পালনের পর উপজেলা সদরে দোকানপাট খোলা থাকলেও ক্রেতার দেখা নেই। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক, সুনসান নীরবতা।

বিজ্ঞাপন

গত সোমবার ভোটের দিন সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার নয়মাইলে সাত খুনের ঘটনার পরদিন মঙ্গলবার সকালে বিলাইছড়ি আলিখিয়ং এলাকায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করা হয়। বুধবার দুপুরে নিহতের গ্রামের বাড়ি ফারুয়া ইউনিয়নের ওড়াছড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী জানান, ‘বুধবার দুপুরে নিহতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবার কিংবা দলের পক্ষ থেকে এখনও কেউ মামলা দায়ের করেনি। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটকও করা হয়নি। মামলা হলে জানাব।’

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সাহিদুল ইসলাম বলেন, ‘এখনও মামলা না হলেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবার কিংবা দলের পক্ষ থেকে মামলা করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন