বিজ্ঞাপন

বনানীর এফআর টাওয়ারে আগুন, নেভানোর চেষ্টা চলছে, হতাহতের আশঙ্কা

March 28, 2019 | 1:33 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বনানীর কামাল আতার্তুক এভিনিউর ২২ তলা ভবন এফআর টাওয়ারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম। সারাবাংলায় জানুন প্রতিটি আপডেট:

বিজ্ঞাপন

বেলা ২টা ০৫: আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন নৌবাহিনীর সদস্যরা।
বেলা ২টা ০৪: ভবনের নবম তলা থেকে অন্তত চারজন লাফিয়ে পড়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বেলা ২টা ০১: ফায়ারের এক কর্মকর্তা জানালেন, শুরুতে পানির সঙ্কট থাকলেও এখন বিভিন্ন ভবনের নিচের রিজার্ভার থেকে পানি তুলে আগুন নেভানোর চেষ্টা চলছে।
বেলা ২টা ০০: ফায়ারের একজন কর্মকর্তা জানালেন ভবনের ভেতর অনেকে আটকা পড়েছেন।
বেলা ১টা ৫৯: ভবনের ভেতরে অনেকেই আটকা পড়েছেন বলেই ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
বেলা ১টা ৫৪: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ভবনের কাচের গ্লাসগুলো ভেঙ্গে পড়ছে।
বেলা ১টা ৫৩: আগুনের ঘটনাস্থলে পৌঁছান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম
বেলা ১টা ৫২: যে ভবনে আগুন লেগেছে তার আশেপাশের ভবনগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভবনটির পাশের একটি ভবলে রেডিওটুডে ও অপর একটি ভবনে দুরন্ত টেলিভিশনের কার্যালয়। রেডিও টুডের একজন কর্মী সারাবাংলাকে জানিয়েছেন, তারা নিরাপদে বাইরে নেমে এসেছেন। দুরন্ত টেলিভিশনের কর্মীরা জানিয়েছেন তারাও নিরাপদে রয়েছেন।

পাশের ভবনের একজনকে জানালা থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে

বেলা ১টা ৫০: ভবন থেকে লাফিয়ে পড়া কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলা ১টা ৫০: পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।
বেলা ১টা ৪৮: ফায়ারের কর্মকর্তার সাথে কথা হয় সারাবাংলার, তিনি জানান উঁচু ভবনের কারণে সবগুলো ইউনিট কাজ করতে পারছে না।
বেলা ১টা ৪৮: পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা
বেলা ১টা ৪৭: ফায়ারের ১৩টি ইউনিট পৌঁছেছে।
বেলা ১টা ৪৫: ভবন  থেকে কয়েকজন লাফিয়ে পড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বেলা: ১টা ৪০: আগুনের ধোয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে।
বেলা ১টা ৩৫: বেশ কয়েকটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়
বেলা ১ টা ৩০: ফায়ার কন্ট্রোল রুম জানায় মোট ১২টি ইউনিট সেখানে পাঠানো হয়েছে
বেলা ১টা ১৫: আগুনের খবর পায় ফায়ার কন্ট্রোল রুম

বেলা সোয়া একটার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন।

বিজ্ঞাপন

বিস্তারিত আসছে…

সারাবাংলা/ইউজে/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন