বিজ্ঞাপন

শিগগিরই প্রতি‌টি ভব‌নের ফায়ার এক্সিট পরীক্ষা শুরু: মেয়র

April 2, 2019 | 2:13 pm

সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট

ঢাকা: ‌শিগ‌গিরই সি‌টি কর‌পো‌রেশনের প্রতি‌টি ভব‌নে জরুরি নির্গমন পথ ঠিক আছে কিনা তা দেখতে অভিযান প‌রিচালনা ক‌রা হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন
ঢাকা উত্তর সি‌টি মেয়‌র আতিকুল ইসলাম। বহুতল ভব‌নের সিঁড়ি‌তে একজন ক‌রে ফায়ার ফাইটার নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ এপ্রিল) দুপু‌রে রাজধানীর গুলশান ক্লাবে ‘অগ্নিঝুঁ‌কি‌তে রাজধানী’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেয়র।

‌নগরবাসীর উদ্দেশে আতিকুল ইসলাম ব‌লেন, ‘কোনো ভব‌নে জরুরি নির্গমন পথ বা সিঁড়ি আট‌কে রাখা হ‌য়ে‌ছে দেখতে পেলে সিটি করপোরেশনকে খবর দিন। আমরা গি‌য়ে তা জনসম্মু‌খে আন‌বো। ব্যবস্থা নে‌ব। নগরবাসীর জন্য ও‌য়েকআপ কল এসেছে। সময় এসে‌ছে কাজ করার, ভবন চেক করার। সি‌টি কর‌পো‌রেশন‌কে ব‌লে‌ছি একটা ফরম্যাট প্রস্তুত ক‌রতে। প্রথ‌মেই দেখ‌বো ফায়ার এক্সিট ঠিক আছে না।’

‌প্রতিটি ভব‌নে অন্তত একজন অগ্নি নির্বাপকের পোশাক পরে দায়িত্ব পালন করতে হবে জানিয়ে মেয়র বলেন, অর্থাৎ ফায়ার ফাইটার কর্মী হি‌সে‌বে থাক‌তে হ‌বে। প্রয়োজনে ভবনের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের এই প্রশিক্ষণ দিতে হবে।

বিজ্ঞাপন

বহুতল ভব‌নের স‌ঙ্গে রাজধানীর স্কুলগু‌লো‌তেও জরুরি নির্গমন পথ সংক্রান্ত সমস্যা আছে। সেসব বিষয়ও দেখবেন বলে জানান মেয়র। স্কুল কর্তৃপক্ষকে জরুরি নির্গমন সিঁড়ি ঠিক আছে কি না তা দেখতে আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এসএ/এসএমএন

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন