বিজ্ঞাপন

‘অবৈধ ভবন নিয়ে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি হবে’

April 3, 2019 | 2:37 pm

স্পেশাল করেসপন্ডেন্ট  

ঢাকা: রাজধানীর অবৈধ ভবন নিয়ে যেসব মামলা ঝুলে আছে সেগুলো খুব শিগগিরি নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যেসব ভবন মামলার কারণে উচ্ছেদ করা যাচ্ছে না সেসব ক্ষেত্রে গণর্পূত মন্ত্রণালয়কে   অবশ্যই সহায়তা করা হবে। এছাড়া অবৈধ ভবন মালিকদের করা মামলা দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্টদের সব ধরনের সহায়তা দেয়া হবে ।

বিজ্ঞাপন

বুধবার ( ৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব আশ্বাস দেন আইনমন্ত্রী।

নিয়ম না মেনে তৈরি করা অসংখ্য ভবন নিয়ে মামলা চলমান থাকায় রাজউক কোনো ব্যবস্থা নিতে পারছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘এখন সরকার এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। আমার সঙ্গে গণপূর্তমন্ত্রী মহোদয়ের কথা হয়েছে। তাকে আমি বলেছি, যথনই আমার প্রসিকিউশন টিম, অ্যাটর্নি জেনারেল অফিসের সাহায্য লাগবে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা সব সহায়তা তাদের দেব।’

মামলা জট কমানোর উদ্যোগ গত মেয়াদে ফলপ্রসূ হয়নি। এবিষয়ে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে কি না- জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘জনগণের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আমরা এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) করি, সেটা জনগণকে গ্রহণ করতে হবে। এখন যেটা করা হচ্ছে, ফৌজদারি বিষয়ে যেসব মামলা আপোষযোগ্য সেগুলো আমি তো আদালতকে বলতে পারি না। মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে, তিনি একটা প্র্যাকটিস ডিরেকশনের মাধ্যমে পাঠাবেন (আপোষযোগ্য মামলা)।  আমি প্রসিকিউশনকে বলেছি, দেখেন কোর্ট যদি বলে দেয় এটা আপোষযোগ্য আপনারা আপোষ করে আসেন।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, ‘এ রকম একটি অনুশাসন যদি কোর্ট দেন তবে জনগণের সাহস হয় সেটার উপর আস্থা রাখা। আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন কোর্ট আপোষযোগ্য মামলাগুলোতে এমন অনুশাসন দিচ্ছেন।  এ অনুশাসনের প্রেক্ষিতে মামলা আর আদালতে আসছে না। বাইরেই এটার নিষ্পত্তি হচ্ছে এবং কোর্টকে একটা রিপোর্ট দেওয়া হচ্ছে।’

এদিকে, মঙ্গলবার  সচিবালয়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে জুডিশিয়াল ক্যু চেষ্টার অভিযোগ তোলেন আইনমন্ত্রী। আজ সাংবাদিকরা  আইনমন্ত্রীর কাছে জানতে চান  এ বিষয়ে এসকে সিনহার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা? জবাবে মন্ত্রী জানান,‘ সময় এলেই তা দেখতে পাবেন।’

সারাবাংলা/এএইচএইচ/জেডএফ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন