বিজ্ঞাপন

অগোচরেই হয়ে গেল মুশফিকের অন্য ‘সেঞ্চুরি’

January 24, 2018 | 3:03 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজে দু’হাত ভরেই পাচ্ছেন বাংলাদেশিরা। তামিম-সাকিবের মতো আলোয় না এলেও দারুণ এক কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম।

ছয় হাজার রানের রেকর্ড স্পর্শ করেছেন তামিম, এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান হয়ে গেছে। সাকিবের হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান। অনেকটা অগোচরেই দেশের মাটিতে ওয়ানডের সেঞ্চুরি করে ফেলেছেন মুশফিকুর রহিম। ব্যক্তিগতভাবে উপলক্ষটা অবশ্য সেভাবে স্মরণীয় করে রাখতে পারেননি, আউট হয়ে গেছেন ১৮ রান করে।

ওয়ানডেতে মুশফিকের মোট ম্যাচ ১৮২টি। তবে, দেশের মাটিতেই খেলেছেন ১০০টি ম্যাচ। ২০০৬ সালের ৬ আগস্ট হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষেই হয়েছিল ওয়ানডে অভিষেক। সে ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি তার। শাহরিয়ার নাফীসের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৮ উইকেটে জয় পায় সেদিন। এরপর থেকে দেশের বাইরে মোট ৮২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

বিজ্ঞাপন

দেশের মাটিতে মুশফিক ওয়ানডেতে প্রথম ম্যাচ খেলেছিলেন সেই জিম্বাবুয়ের বিপক্ষে, একই বছর (৮ ডিসেম্বর ২০০৬)। ঢাকার মাঠে সেই ম্যাচেও ব্যাট হাতে নামা হয়নি মুশফিকের। সাকিব-আফতাব জিতিয়েছিলেন বাংলাদেশকে। ৯ ডিসেম্বর ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতে প্রথমবারের মতো ব্যাট করার সুযোগ হয় মুশফিকের। সেই ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটের জয় পায়। আর একই ম্যাচে মুশফিক ১৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। কাকতালীয়ভাবে শুরুর ইনিংসের মতো সেই জিম্বাবুয়ের বিপক্ষেই মিরপুরে সবশেষ ম্যাচে মুশফিক করেছেন ১৮ রান।

মুশফিকের পর এই কীর্তিতে সেঞ্চুরি করার অপেক্ষায় সাকিব। ৯৪টি ওয়ানডে খেলেছেন নিজ দেশের মাটিতে। ৯২ ম্যাচ খেলে তৃতীয় স্থানে মাশরাফি, ৯০ ম্যাচ খেলে তামিম চারে, ৮২ ম্যাচ খেলে মাহমুদউল্লাহ রিয়াদ পাঁচে অবস্থান করছেন। তালিকায় পরের দুই জায়গায় জাতীয় দলের বাইরে থাকা আবদুর রাজ্জাক এবং মোহাম্মদ আশরাফুল। কোনো নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডও মুশফিকের, মিরপুরেই খেলেছেন ৮১টি ম্যাচ।

দেশের মাটিতে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারের, খেলেছেন ১৭৭টি ম্যাচ। মুশফিকের আগে দেশের মাটিতে অন্তত ১০০ ওয়ানডে খেলার কীর্তি গড়েছিলেন ২৭ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি/এসএন/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন