বিজ্ঞাপন

সিনিয়ররাই এগিয়ে নিয়েছে বাংলাদেশকে: চান্ডিমাল

January 24, 2018 | 4:57 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

অপ্রিয় প্রশ্নটা আসছে, দীনেশ চান্ডিমাল যেন তা জানতেনই। ফাইনালে ওঠার চাবিটা এখনো নিজেদের কাছেই আছে শ্রীলঙ্কার, শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই তা হয়ে যাবে। কিন্তু হেরে গেলেও সুযোগ থাকবে, তখন অনেকটাই নির্ভর করতে হবে বাংলাদেশের দাক্ষিণ্যের ওপর। চান্ডিমাল অবশ্য বললেন, যেটার ওপর হাত নেই সেটা নিয়ে কথা বলেও লাভ নেই। বরং এই বদলে যাওয়ার জন্য কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশের সিনিয়রদের।

গুরুত্বহীন ম্যাচ বলেই বাংলাদেশ দল আজ গেল স্বেচ্ছা বিশ্রামে। শ্রীলঙ্কার জন্য ব্যাপারটা মোটেও তা নয়। কাল বাংলাদেশকে হারালে তো বটেই, হেরে গেলেও থাকবে সম্ভাবনা। বাংলাদেশ যদি ৭০ রানের কম ব্যবধানে বা ৩৭ ওভারের মধ্যে জিতে না যায় তাহলেই শ্রীলঙ্কা যাবে ফাইনালে। কিন্তু সেই ভাবনাটা চান্ডিমাল এক পাশে সরিয়েই রাখলেন।

দল হিসেবে এটা নিয়ে ভেবে আমাদের লাভ নেই। যেটা নিয়ন্ত্রণে আছে, সেটার ওপরেই আমাদের মনযোগ দিতে হবে। আমরা দল হিসেবে খেলব, আর দশটা ম্যাচের মতোই এটা দেখছি।

বিজ্ঞাপন

কিন্তু সর্বশেষ ম্যাচে বাংলাদেশের কাছে যেভাবে বিধ্বস্ত হয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কতটা কঠিন? চান্ডিমাল গ্লাসের অর্ধেক অংশ দেখছেন ভরাই, ‘প্রথম দুই ম্যাচ হেরে গেলে তো কাজটা সবসময়ই কঠিন। কিন্তু কখনো কখনো এটা ঘুরে দাঁড়ানোর জন্য আপনাকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। দল হিসেবে আমরা এখন শুধু সেটাই ভাবছি।’

বাংলাদেশের সঙ্গে তো আগেও খেলেছেন চান্ডিমাল, কিন্তু এভাবে কখনো হারতে হয়নি। অন্য বাংলাদেশের জন্য কৃতিত্ব দিলেন সিনিয়রদের, ‘বাংলাদেশ অসাধারণ খেলছে। তাদের অসাধারণ কিছু খেলোয়াড় আছে। বিশেষ করে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ। তারা সিনিয়র হিসেবে যেটা করা উচিত, নিজেদের কাজটা ঠিকঠাক করছে। আমার মনে হয় বাংলাদেশ দল শুধু এখানেই এগিয়ে আছে। আসলেই দারুণ খেলছে তারা। ’

নিজেদের মাঠে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর, সেটাও এখন ভালোমতো বুঝতে পারছেন চান্ডিমাল, ‘আমরা সবাই জানি নিজেদের মাঠে বাংলাদেশ কতটা ভালো। এই সিরিজে ওরা যেমন খেলছে, কৃতিত্বটা ওদের প্রাপ্য। তবে ভুল যে কেউই করতে পারে। নিজেদের মাটিতে ওরা খেলবে, তবে আমাদের নিজেদের সামর্থ্য বুঝে খেলতে হবে। আমরা শুধু সেটাই করতে চাই।’

বিজ্ঞাপন

একটা দুশ্চিন্তা অবশ্য আছে চান্ডিমালের, চোটের জন্য খেলতে পারছেন না কুশল পেরেরা। তার জায়গায় নামতে পারেন দানুশকা গুনাতিলকা। আগেই ছিটকে গেছেন অধিনায়কের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসা অ্যাঞ্জেলো ম্যাথুস।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন