বিজ্ঞাপন

কর্ণফুলী দূষণ: আবুল খায়ের গ্রুপকে প্রায় ৮ লাখ টাকা জরিমানা

April 7, 2019 | 5:34 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: অপরিশোধিত তরল বর্জ্য ফেলে কর্ণফুলী নদী দূষণের অপরাধে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের একটি কারখানাকে ৭ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বিজ্ঞাপন

রোববার (৭ এপ্রিল) পরিবেশ অধিদফতরের পরিচালক ( মেট্রো) আজাদুর রহমান মল্লিক এ আদেশ দেন। প্রতিষ্ঠানটি হচ্ছে নগরীর বায়েজিদ বোস্তামি থানার নাসিরাবাদ শিল্প এলাকার মেসার্স আবুল খায়ের কনডেন্স মিল্ক অ্যান্ড বেভারেজ লিমিটেড।

পরিবেশ অধিদফতরের কর্মকর্তা আজাদুর রহমান মল্লিক সারাবাংলাকে বলেন, ‘প্রতিষ্ঠানটিতে পরিবেশসম্মত বর্জ্য পরিশোধন ব্যবস্থা আছে। কিন্তু সেটি অনেকটাই অকার্যকর। সেখান থেকে দূষিত তরল বর্জ্য গিয়ে কর্ণফুলী নদী দূষণের প্রমাণ আমরা পেয়েছি। এছাড়া কারখানায় উৎপাদন প্রক্রিয়াও স্বাস্থ্যসম্মত নয়।’

গত ২৮ মার্চ কারখানাটি পরিদর্শনের পর রোববার তাদের শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে তাদের ৭ লাখ ৬৮ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ( মেট্রো) সংযুক্তা দাশগুপ্তা।

বিজ্ঞাপন

এদিকে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় পাহাড় কাটার অপরাধে মো. আলী হোসেনসহ কয়েকজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।

এশিয়ান উইমেন ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় গত ৪ এপ্রিল পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পান পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা। রোববার শুনানি শেষে তাদের জরিমানার পাশাপাশি কেটে ফেলা পাহাড়ের অংশ আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংযুক্তা।

সারাবাংলা/আরডি/একে

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন