বিজ্ঞাপন

মেসিকে দেখে অভিভূত দ্রাবিড়

April 8, 2019 | 7:08 pm

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বসে খেলা উপভোগ করেছেন ক্রিকেটের নিপাট ভদ্রলোক খ্যাতি পাওয়া ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার সাবেক এই দলপতি দেখেছেন লা লিগার ম্যাচ, যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা স্বাগতিক বার্সা আতিথ্য জানিয়েছিল টেবিলের দুইয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদকে। যে ম্যাচটি বার্সা জিতেছে ২-০ ব্যবধানে।

বিজ্ঞাপন

ভারতীয় কিংবদন্তির চোখের সামনে এদিন গোল করেছেন আর্জেন্টাইন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। ৮৫ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। আর পরের মিনিটে দুর্দান্ত এক গোল করেন বার্সা দলপতি মেসি। এই জয়ে লা লিগায় সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ডে রিয়ালের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে টপকে যান মেসি।

এদিন ভারতীয় ক্রিকেটের মহাতারকা এবং বর্তমানে দেশটির অনূর্ধ্ব-১৯ দলের কোচকে ‘রাহুল দ্রাবিড়’ লেখা জার্সি উপহার দেন কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ।

ভারতের জমজমাট ফুটবল টুর্নামেন্ট আইএসএলে বেঙ্গালুরু এফসির ব্র্যান্ড অ্যাম্বাসাডর রাহুল দ্রাবিড় মনে করেন, মেসির চেয়ে ভালো ফুটবলার আর আসবে না। মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে দ্রাবিড় জানান, ‘ মেসি দারুণ এক খেলোয়াড়। তাকে সামনে থেকে দেখা এবং তার বল নিয়ে এগিয়ে যাওয়ার সাক্ষী থাকাটা অবিশ্বাস্য ব্যাপার। আর একটা কথা, মেসি বল নিয়ে যতটা দুর্দান্ত, বল ছাড়াও ততটাই সুন্দর। সে যেভাবে জায়গা করে নেয়, তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। মেসি এবং সুয়ারেজের মতো খেলোয়াড়কে সামনে থেকে দেখা আমার কাছে দারুণ ব্যাপার।’

বিজ্ঞাপন

বার্সেলোনার ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে দ্রাবিড় আরও জানান, ‘অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা হলো। এটা দারুণ একটা সম্মান। আমি সব সময়ই চেয়েছি, ক্যাম্প ন্যুতে বসে একটা ফুটবল ম্যাচ দেখতে। এখানে এসে তেমন একটা অসাধারণ ম্যাচ দেখতে পারাটা দারুণ অনুভূতি। আমি এবং আমার পরিবার বার্সেলোনার কাছে কৃতজ্ঞ। এমন অভিজ্ঞতা জীবনেও ভুলব না। এখানকার আবহাওয়াও দারুণ।’

ক্রিকেট আর ফুটবলের উত্তেজনা নিয়েও কথা বলেন দ্রাবিড়। তিনি জানান, ‘ক্রিকেট একেবারেই আলাদা একটা খেলা। আইপিএলে দুর্দান্ত আবহাওয়া থাকে। দর্শকও দারুণভাবে উত্তেজিত থাকে। বেশ কিছু টেস্ট ম্যাচেও আমি এ রকম আবহাওয়া পেয়েছি। খেলা হিসেবে ভারতে ক্রিকেট এক নম্বর। তবে, ফুটবলও ধীরে ধীরে দারুণ জনপ্রিয় হচ্ছে। ক্যাম্প ন্যু স্টেডিয়ামে যেমন উন্মাদনা, উত্তেজনা দেখলাম, তার সঙ্গে আইপিএলের আবহাওয়ার কিছুটা মিল রয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

** মেসি-সুয়ারেজের গোলে শিরোপার আরও কাছে বার্সা

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন