বিজ্ঞাপন

বেসিক ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ২

April 10, 2019 | 6:14 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বেসিক ব্যাংকের ৭৫ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতার হওয়া দুজন হলেন টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসাইন সেলিম ও বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদার।

বিজ্ঞাপন

বুধবার (১০ এপ্রিল) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

এ বিষয়ে প্রণব ভট্টাচার্য সারাবাংলাকে বলেন, ‘দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই অর্থ আত্মসাতে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের সিনিয়র ম্যানেজার (লজিস্টিক) মশিহুর রহমান সরকার ২০১৬ সালে মহানগর দায়রা জজ আদালতে একটি ফৌজদারি (বিশেষ) মামলা দায়ের করেন। দুদকের সমন্বিত জেলা কার্যায়, ঢাকা-এর উপপরিচালক মো. ইব্রাহিম মামলাটি তদন্ত করছেন। তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করা হয়েছে।’

এছাড়া এ মামলা মোট আটজনকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমআই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন