বিজ্ঞাপন

তুষার-রাজ্জাকদের সম্মান জানালেন মাশরাফিরা

January 25, 2018 | 5:03 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই মাশরাফি বিন মুর্তজাকে মনে করিয়ে দেওয়া হয়েছিল ব্যাপারটা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তখনই বলেছিলেন, তুষার ইমরান ও আবদুর রাজ্জাকের অর্জন তরুণদের জন্য অনুকরণীয়। ঘরোয়া লিগে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই দুজনকে এবার মাশরাফিরাই উপহার দিলেন মনে রাখার মতো একটা দিন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরুর আগে বাংলাদেশ দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে দুই ক্রিকেটারকে।

প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে বিসিএলে দুজনেই যা করেছেন, বাংলাদেশের হয়ে আর কেউ করেনি আগে। প্রথম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তুষার ইমরান। অন্যদিকে প্রথম বোলার হিসেবে বাংলাদেশের প্রথম শ্রেণিতে ৫০০ উইকেট পেয়েছেন আবদুর রাজ্জাক।

বিজ্ঞাপন

আজ বাংলাদেশের ম্যাচ শুরুর আগে দুজনকের হাতে তুলে দেওয়া হয়েছে স্মারক ট্রফি। ক্রিকেটারদের পক্ষ থেকেই জানানো হয়েছে এই সম্মান। তুষারের হাতে ট্রফি তুলে দিয়েছেন মাশরাফি, রাজ্জাকের হাতে সাকিব। পরে গোটা দলের সঙ্গে দুজন ফ্রেমে বন্দি হয়েছেন ফটোগ্রাফারদের।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন