বিজ্ঞাপন

মেসিকে বিশ্রামে রেখে শিরোপার মিশনে মাঠে নামছে বার্সা

April 13, 2019 | 12:52 pm

স্পোর্টস ডেস্ক

লা লিগা শিরোপা এক প্রকার নিশ্চিত বার্সেলোনার জয়। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকোর সাথে পয়েন্ট ব্যবধান ১১ আর হাতে আছে ৮ ম্যাচ। দলের সব থেকে বড় তারকা লিওনেল মেসিকে ছাড়ায় তাই মাঠে নামতে পারে কাতালানরা।

বিজ্ঞাপন

রাত সোয়া আটটায় রেলিগেশন জোনে থাকা এসডি হুয়েস্কার মাঠ এস্তাদিও এল অ্যালকোরাজে মুখোমুখি হবে বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আঘাত পেয়েও খেলেছেন পুরো ম্যাচ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে পুরো ম্যাচেই মেসি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারেনি। তবুও দলের প্রয়োজনে মাঠে থেকে খেলেছেন সম্পূর্ণ ম্যাচ। জয় নিয়েই তাই সেমি ফাইনালের দিকে এক পা এগিয়ে থাকলো মেসিবাহিনী।

তবে লা লিগার শিরোপা এক প্রকার নিশ্চিত হওয়ায় দলের সেরা ফুটবলারকে বিশ্রামে রাখতে পারেন ভালভার্দে। এ মৌসুমে বার্সেলোনার ৩১ টি ম্যাচের মধ্যে মেসি খেলেছেন ২৯টিতে। বলা চলে নিজে কাঁধে করেই বহন করছেন লিওনেল মেসি। বয়স ৩১ বছর। এ সময়ে মৌসুম জুড়ে টানা খেলার কারণে দেখা দিতে পারে ইনজুরির সমস্যাও। তবুও ভালভার্দের তুরুপের সব থেকে বড় তাসকে বিশ্রাম খুব কমই দিয়েছেন।

বিজ্ঞাপন

তুলনা মূলক দুর্বল দল হুয়েস্কার বিপক্ষে খেলতে নামার আগে তাই বিশ্রামে পাঠানোর কথা ভাবছেন কাতালান ম্যানেজার ভালভার্দে। লা লিগার পয়েন্ট টেবিলে হুয়েস্কা আছে সবার তলানিতে। আর বার্সেলোনার সাথে সাত দেখার সব ক’টিতেই হেরেছে হুয়েস্কা।

মেসির সাথে উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজকেও দেখা যেতে পারে বিশ্রামে। লিগে ৩৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা মেসি আর তারপরেই ২০ গোল নিয়ে আছেন লুইস সুয়ারেজ। আর্জেন্টাইন কিংবদন্তির পরে এ মৌসুমে বার্সার সেরা খেলোয়াড় নিঃসন্দেহে লুইস সুয়ারেজ। লিগে খেলেছেন মেসির থেকে এক ম্যাচ বেশি। তাই বিশ্রামটা তারও প্রাপ্য।

দলের সেরা দুই ফুটবলারকে বিশ্রামে রেখে বার্সা কোচ ভরসা রাখতে পারেন ফিলিপ কৌটিনহো, কেভিন প্রিন্স বোয়েটিং আর ম্যালকমের উপর।

বিজ্ঞাপন

এ ম্যাচে জয় নিয়ে তাই শিরোপার আরও কাছে যেতে চায় বার্সেলোনা।

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন