বিজ্ঞাপন

পিএসজি ম্যাচেই জিদানের ভবিষ্যৎ

January 25, 2018 | 7:14 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

লা লিগায় সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে। তাই বলা চলে গ্যালাকটিকো কোচ জিনেদিন জিদানের কঠিন সময়টা এখন আরও খারাপের দিকে। চাকরি নিয়েই হয়তো টানাটানি পড়ে যাবে।

লা লিগায় একের পর এক ম্যাচে হারের পর কোপা দেল রে থেকেই বিদায় নেওয়ায় জিদানের কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে। জিদান নিজেই জানিয়ে দিলেন চাকরি হারানোর যথেষ্ট কারণ আছে।

কোপা দেল রের সবশেষ ম্যাচে মাঝারি সারির দল লেগানেসের কাছে ২-১ গোলে হেরেছে জিদান শিষ্যরা। লেগানেসের মাঠে গিয়ে প্রথম লেগে ১-০ গোলে জিতলেও নিজেদের মাঠে হেরে যায় রিয়াল। দুই লেগ মিলিয়ে ২-২ ব্যবধান ও অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে সেমিতে উঠে যায় লেগানেস।

বিজ্ঞাপন

লিগে শীর্ষে থাকা বার্সার থেকে ১৯ পয়েন্ট পিছিয়ে রিয়াল। জিদানের দলের সামনে এখন শুধু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার আশা বেঁচে আছে। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাই তার শেষ পরীক্ষা।

জিদান নিজেই জানান, ‘অবশ্যই। এটা এখন পরিষ্কার। পিএসজি ম্যাচের উপরই নির্ভর করছে আমার চাকরি। এর দায়টা আমারই। কারণ আমিই দলটির কোচ। আমাকে অবশ্যই এর সমাধান খুঁজে বের করতে হবে।’

রিয়াল কোচ আরও যোগ করেন, ‘আমরা ম্যাচটি মোটেই ভালো খেলিনি। এই পরিস্থিতির দায়টা আমাকেই নিতে হবে। দলের সবার জন্য খারাপ সময় যাচ্ছে। ৯০ মিনিটের পুরোটা আমরা ধরে খেলতে পারিনি, এখানে কারো হাত থাকতে পারে না। তারপরও আমি সর্বস্ব ঢেলে দিয়ে লড়াই করে যাব। কাজ করে যাব। চেষ্টা করব দলকে নিয়ে ভালো কিছু করার। তাছাড়া কোনো উপায় নেই।’

বিজ্ঞাপন

লা লিগা থেকে প্রায় ছিটকে পড়লেও আশা ছাড়ছেন না জিদান, ‘আমরা সামনের ম্যাচের দিকে মনোযোগ রেখেছি। সেভাবেই কাজ করবো যেভাবে দল পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে। আমাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। তারা মোটেই সহজ দল নয়। আমরাও চাই না ম্যাচটা হাতছাড়া হোক।’

আগামী ১৪ ফেব্রুয়ারি নেইমার-কাভানি-ডি মারিয়াদের পিএসজির বিপক্ষে লড়বে জিদানের ছাত্ররা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন