বিজ্ঞাপন

যে কারণে টেস্ট দলে নাঈম-রাব্বিরা…

January 26, 2018 | 2:15 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

সিদ্ধান্তটা কি কিছুটা দ্রুত নেওয়া হয়ে গেল না? মাত্র আটটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, এখনো সেভাবে নিজেকে প্রমাণই করতে পারেননি। এখনো ১৮ না পেরুনো নাঈম হাসানই ডাক পেয়ে গেলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ১৪ জনের দলে! প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের কাছে অবশ্য সেটির ব্যাখ্যা আছে। অতিরিক্ত একজন স্পিনার খেলানোর চিন্তা থেকেই দলে আছেন নাঈম।

অনেকদিন ধরেই অবশ্য বিসিবির নজরে ছিলেন নাঈম। সর্বশেষ গত বছর ইমার্জিং কাপে মেহেদী হাসান মিরাজের জায়গায় ডাক পেয়েছিলেন দলে। এরপর চট্টগ্রামে যে অনুশীলন ক্যাম্পে সাকিবরা দুই দলে ভাগ হয়ে খেলেছিলেন, সেখানেও বল করে আলো কেড়েছিলেন নাঈম। মিনহাজুল মনে করিয়ে দিলেন, মিরাজও এভাবে এসেছিলেন দলে।

‘ইংল্যান্ডের বিপক্ষে মেহেদি হাসান মিরাজকে আমরা এভাবেই ডেব্যু করিয়েছিলাম। ও কিন্তু তখন অনভিজ্ঞ ছিলো। অনূর্ধ্ব-১৯ থেকে এইচপিতে ছিলো। যেহেতু নাঈম হাসানও অনূর্ধ্ব-১৯ দলে আছে। গত ইমার্জিং কাপেও ছিলো। তার ধারাবাহিক ভালো বোলিং করার সক্ষমতা আছে। আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও সে ভালো বোলিং করেছে।’

বিজ্ঞাপন

তবে নাঈমকে যে টিম কম্বিনেশনের কারণেই দলে নেওয়া হয়েছে, সেটা নিশ্চিত করলেন মিনহাজুল, ‘আমাদের একজন অতিরিক্ত স্পিনার রাখার চিন্তা ছিলো। আমরা তো হোমে যতো সিরিজ খেলেছি, তাতে স্পিনের উপরই বেশি জোর দিয়েছি। এ জন্য আমরা একজন স্পিনার ব্যাকআপ হিসেবে রাখছি।’

কিন্তু মিরাজ টেস্ট অভিষেকের আগেই যুব পর্যায়ে বা প্রথম শ্রেণীতেও অনেক ম্যাচ খেলেছিলেন। সে তুলনায় নাঈম একদমই অনভিজ্ঞ। মিনহাজুল অবশ্য এটাকে বড় করে দেখছেন না, ‘যেহেতু আমাদের একটা প্রোগ্রামের মধ্যে ও আছে, সেহেতু আমরা মনে করি যে, ওর কাছে যে কোয়ালিটি আছে, তাতে আমাদের মনে হয় সে ভালো করবে।’

কিন্তু শফিউল, শুভাশীষদের বাদ দিয়ে আরেক পেসার হিসেবে কামরুল ইসলাম রাব্বি কেন? মিনহাজুলের যুক্তি, ‘রাব্বি পুরনো বলে ভালো সুইং করাতে পারে, সেই হিসেবে তাঁকে আনা হয়েছে।’ আর মোসাদ্দেক চোখের সমস্যা কাটিয়ে উঠেছেন, সেজন্য তাঁকে টেস্ট দলে ফেরানোর জন্য সময়টা উপযোগী মনে করছেন নির্বাচকেরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম/ এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন