বিজ্ঞাপন

পুলিশ দেখে পালানোর সময় শিবির নেতা আটক

April 22, 2019 | 5:13 am

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ঝগড়ার পর পুলিশ দেখে পালানোর সময় ছাত্রশিবিরের এক নেতাকে আটক করা হয়েছে। আটক সাজ্জাদ হোসাইন (২৮) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

বিজ্ঞাপন

রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সামনে থেকে আটক করা হয়েছে। আটক সাজ্জাদের বাড়ি চান্দগাঁও থানার খাজা রোডে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার সারাবাংলাকে বলেন, ‘থানার সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে সাজ্জাদের তর্কাতর্কি চলছিল। সেটা দেখে পুলিশ সদস্যরা এগিয়ে যায়। তখন সাজ্জাদ দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে।’

ওসি জানান, সাজ্জাদ এর আগেও নাশকতার মামলায় গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

বিজ্ঞাপন

সাজ্জাদ মহসিন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। কলেজ ছাত্রশিবিরের সভাপতি থাকাবস্থায় ২০১৭ সালের ৪ ডিসেম্বর নাশকতার মামলায় তাকে গ্রেফতার করেছিল নগর গোয়েন্দা পুলিশ। সে এখনও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এমএইচ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন