বিজ্ঞাপন

চট্টগ্রামে দুই মেয়েসহ মায়ের মরদেহ উদ্ধার

April 30, 2019 | 8:54 am

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক পরিবারে মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মা প্রথমে বিষ খাইয়ে দুই মেয়েকে হত্যা করে নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ এপ্রিল) গভীর রাতে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের শিকদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত ডলি আক্তার (২৮) সিকদার পাড়ার মো. নূরনবী’র স্ত্রী। তাদের দুই মেয়ে হলো ৬ বছর বয়সী ইলা আক্তার ও ১০ মাস বয়সী ইসরাত নূর। সার্বিক বিষয় জানতে স্বামী নূরনবীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, ডলি প্রথমে তার দুই মেয়েকে বিষ খাইয়ে দেন। পরে তিনি নিজেও বিষপান করেন। রাত সাড়ে ১২টার দিকে পরিবারের কয়েকজন সদস্য তাদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে তাদের মৃত্যু হয়েছে।’

বিজ্ঞাপন

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘রাত দেড়টার দিকে হাসপাতালে আনার পর ডাক্তার তিনজনকেই মৃত ঘোষণা করেছেন।’

ওসি ইমতিয়াজ সারাবাংলাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, অভাবের সংসারে পারিবারিক ঝগড়া থেকে এই কাজ করেছেন ডলি। তবে এর পেছনে অন্য কোন ঘটনা আছে কিনা, কেউ বিষ খাইয়ে দিয়েছে কিনা, সেটা তদন্ত করতে হবে।’

এছাড়া তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানিয়েছেন। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে, তার সঠিক কারণ এখনও জানতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন