বিজ্ঞাপন

‘সাকিব না থাকাটা কোনো অজুহাত নয়’

January 27, 2018 | 9:15 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

বোলিং করতে আরও সর্বোচ্চ পাঁচ ওভার, সুযোগটা পাননি। তার চেয়েও বড় কথা, তামিম চলে যাওয়ার পর তিনি যখন হতে পারতেন ভরসা, তখন তিনি ড্রেসিংরুমে অসহায় দর্শক। সাকিব আল হাসান না থাকাটা কতটা বড় আঘাত, সংবাদ সম্মেলনে এই প্রশ্ন উঠেই গেল। মাশরাফি বিন মুর্তজা অবশ্য সাকিবের না থাকাটা অজুহাত হিসেবে দাঁড় করাতে রাজি নন।

তিনে নেমে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা বাদে প্রতিটা ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে আজ যখন তাঁর সুযোগ ছিল ফাইনালের আক্ষেপ ঘোঁচানোর, সাকিব যখন অসহায়। তবে বাংলাদেশ দল তাতে মানসিকভাবেও কিছুটা পিছিয়ে পড়েছিল কি না, সেই প্রশ্নও চলে এলো সম্পূরকভাবে। মাশরাফি অবশ্য এটা কারণ হিসেবে দেখতে রাজি নন, ‘স্বাভাবিক, দলের সেরা খেলোয়াড় সে। আমার কাছে মনে হয় না, ও না থাকায় আমরা হেরে গেছি।’

মাশরাফি জানালেন, সাকিব পড়ে যাওয়ার সময়ই তাঁর হাত দেখে সবাই বুঝতে পেরেছিলেন, এই ম্যাচে আর ব্যাট হাতে দেখা যাবে না তাঁকে, ‘সাকিব যখন পড়ে যায় ওর হাত দেখে বুঝে গেছি ও খেলতে পারছে না। কিন্তু ড্রেসিংরুমে এটা নিয়ে আলোচনাও হয়েছিল সাকিব ব্যাট করতে পারবে না, এটা মাথায় না আনতে। ২২২ তাড়া করতে গিয়ে আমার মনে হয় এই অজুহাত দেওয়া ঠিক হবে না।’

বিজ্ঞাপন

তারপরও বাকিদের মধ্যে সেই ভয়টা কাজ করেছিল কি না, সেই নিশ্চয়তা দিতে পারলেন না মাশরাফি, ‘আমি নিশ্চিত নই, সাকিব যে ছিল না, সেটা মানসিকভাবে সবার মধ্যে কাজ করেছে কি না। তবে এটা ঠিক, ২২২ করার জন্য আমাদের যথেষ্ট ব্যাটসম্যান ছিল।’

সামনেও অবশ্য সাকিবকে ছাড়া পরীক্ষা দিতে হবে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে তো থাকছেনই না, মিরপুর টেস্টেও সাকিবের থাকা নিয়ে এখন সংশয়।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম/ এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন