বিজ্ঞাপন

বাংলাদেশকে ‘চোকার’ বলতে রাজি নন মাশরাফি

January 27, 2018 | 9:39 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

 

২০০৯, ২০১২, ২০১৬, ২০১৮।

আরও একটা ফাইনাল, মিরপুরে আরও একবার স্বপ্নভঙ্গের বেদনায় আচ্ছন্ন বাংলাদেশ। একের পর ফাইনালের হারে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা হয়ে যাচ্ছে কি না, এমন প্রশ্নও উঠল আজ। মাশরাফি অবশ্য তা স্বীকার করলেন না, বরং দক্ষিণ আফ্রিকার সঙ্গে তুলনায় যেতেই রাজি নন তিনি।

বিজ্ঞাপন

ম্যাচের আগের দিনই সংবাদ সম্মেলনে এসে বলে গিয়েছিলেন, ফাইনালে একটু বাড়তি চাপ থাকবেই। কিন্তু সেই চাপ কি সিন্দাবাদের ভূতের মতো চেপে বসল? মাশরাফি স্বীকার করলেন, এমন হারের পর সবাই স্বাভাবিকভাবেই হতাশ, ‘সবাই হতাশ, স্বাভাবিক। আমরা আশা করেছিলাম জিততে। ফাইনাল ম্যাচ হারলে সবাই হতাশ থাকবে, এটাই স্বাভাবিক।’

দক্ষিণ আফ্রিকা বড় টুর্নামেন্টে একের পর এক পা হড়কানোয় যেমন ‘চোকার’ তকমা পেয়ে গেছে, বাংলাদেশের ক্ষেত্রেও কি তেমন কিছু জুটছে? মাশরাফি অবশ্য দুই দলের তুলনায় যেতেই রাজি নন।

‘আমি ওটা বলব না, দক্ষিণ আফ্রিকার মতো দল হওয়ার পর তারপর সেটা বলা যাবে, আমরা চোক করছি না। ওদের সাথে আমাদের তুলনা অবশ্যই হয় না। ওই পর্যায়ে তো যেতে হবে। ওরা সব সময় টেস্ট, ওয়ানডেতে এক দুই তিনের মধ্যে থাকে। ওই পর্যায়ে না গেলে এরকম কিছু বলা আসলেই কঠিন।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/ এএম/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন