বিজ্ঞাপন

ব্যাটিং উইকেট চেয়েছিলেন মাশরাফি

January 27, 2018 | 9:56 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় ম্যাচে জয়ের পরেই তামিম ইকবাল এসে বলে গিয়েছিলেন, ফাইনালে অন্তত এমন উইকেট আশা করবেন না। কিন্তু তামিমের চাওয়াটা পুরণ হয়নি, ফাইনালেও সেই মন্থর ধীর উইকেট পেয়েছে বাংলাদেশ। আজ মাশরাফি বিন মুর্তজা আরও বললেন, ফাইনালে ব্যাটিং-বান্ধব উইকেটই চেয়েছিলেন।

শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচেই বাংলাদেশ করেছিল ৩২০ রান। সেই উইকেট ওই ম্যাচের পর যে বদলে গেল, ফাইনালেও সেটি আর এলো না। মাশরাফি অবশ্য সেটা আর অজুহাত হিসেবে দাঁড় করালেন না। তবে এমন উইকেট যে চাননি, সেটা বলে দিলেন প্রচ্ছন্নভাবেই।

বিজ্ঞাপন

‘উইকেট অবশ্য ভালো উইকেট চেয়েছিলাম, প্রথম ম্যাচ থেকেই চেয়েছি আমরা হাই স্কোরিং উইকেটে ব্যাটিং করতে। যেহেতু আমাদের চারজন পেস বোলার আছে। সাকিব ছিল, প্রথম থেকে নাসির ছিল, মিরাজ খেলেছে। আমাদের বোলিং ইউনিট খুবই শক্তিশালী ছিল। শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচে যেমন উইকেট ছিল, আমরা আজ তেমন উইকেটই চেয়েছি। তখন আমরা ৩২০ করেছিলাম, আজ অন্তত ২৭০-২৮০র উইকেটে চেয়েছিলাম।’

কিন্তু এমন উইকেট তো চাননি, প্রশ্নটা আরেক বার মনে করিয়ে দেওয়ার পর মাশরাফি অসহায় হেসে বললেন, ‘এখানে তো আসলে কিছু বলার নাই।’

পরে দীনেশ চান্ডিমালও এসে স্বীকার করলেন, উইকেটটা ব্যাট করার জন্য মোটেই সহজ ছিল না। সেজন্য টসের আগে যেভাবেই হোক জিততে চেয়েছিলেন, ‘এটা কঠিন। আমি প্রার্থনা করেছি, টসটা যেন জিতি। উইকেট খুব শুকনো ছিল। কৃতিত্বটা থারাঙ্গা আর ডিকভেলার পাওনা, তারা দুজন মিলে ৭০ রানের জুটিটা গড়েছে। আমার মনে হয় ওটাই ছিল টার্নিং পয়েন্ট। ২০ ওভার পরেই আমরা বুঝে গিয়েছিলাম, এখানে ২২০-২৩০ করলেই সেটা জয়সূচক স্কোর হয়ে যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন