বিজ্ঞাপন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ বাংলাদেশি

May 2, 2019 | 9:11 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ১০ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ বাংলাদেশি

সৌদি আরবে বাংলাদেশ মিশনের উপপ্রধান নজরুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সাগরা শহরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম বলেন, একটি মিনিবাসে করে ১০ বাংলাদেশি ও চালকসহ ১৭ জন রিয়াদ থেকে সাগরা শহরের দিকে যাচ্ছিলেন। রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরে সাগরা শহরের কাঠাকাছি একটি স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই ১০ বাংলাদেশির মৃত্যু হয়।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ বাংলাদেশি

বিজ্ঞাপন

আহতদের মধ্যে আশঙ্কাজনক দু’জনকে সাগরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নজরুল ইসলাম আরও জানান, আগামীকাল শুক্রবার (৩ মে) সকালে দূতাবাসের কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন