বিজ্ঞাপন

অগ্নিকাণ্ড মোকাবিলায় নেই প্রস্তুতি, শঙ্কায় শাহজাদপুর

May 8, 2019 | 8:01 am

রানা আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর ও মনিরামপুর বাজারের অধিকাংশ দোকান, মার্কেট ও উঁচু ভবনে নেই কোনো ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা। কয়েকটি প্রতিষ্ঠানে ফায়ার এক্সটিংগুইশার  থাকলেও তাও মেয়াদর্ত্তীণ। ফলে পুরো বাজার এলাকা রয়েছে চরম অগ্নিঝুঁকিতে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা বলছেন, অপ্রশস্ত রাস্তা, ঘিঞ্জি পরিবেশ ও প্রযোজনীয় জলাধার না থাকায় শাহজাদপুরে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কিন্তু এ ব্যাপারে বাজারের ব্যবসায়ীরা উদাসীন। বারবার নানা উদ্যোগ নেওয়া হলেও তা কখনোই বাস্তবায়ন করা যায়নি।

শাহজাদপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ বলেন, ‘শাহজাদপুরে দ্বারিয়াপুর বাজারে পাঁচ শতাধিক খুচরা ও পাইকারি দোকান রয়েছে। তবে এর একটিতেও অগ্নিনির্বাপণের ন্যূনতম ব্যবস্থা নেই। এমন কি অধিকাংশ ব্যবসায়ীর কাছে ফায়ার সার্ভিসের ফোন নম্বরও নেই। তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার। শিগগিরই এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে।’

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মঞ্জুরুল আলম বলেন, ‘অগ্নিনিরাপত্তার জন্য যা যা প্রস্তুতির প্রয়োজন শাহজাদপুরের কোনো ব্যবসায়ী ও প্রতিষ্ঠান তা মানছে না। অগ্নিনির্বাপণে সবার সহযোগিতা না থাকলে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ করা মুশকিল হয়ে দাঁড়াবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শাহজাদপুর উপজেলা একটি তাঁত শিল্প ও দুগ্ধশিল্প সমৃদ্ধ এলাকা। এখানে অপরিকল্পিত ভাবে ছোট-বড় অসংখ্য শিল্প কারখানা ও ডেইরি খামার গড়ে উঠেছে। এসব কারখানা ও খামারে অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এছাড়া বেশ কয়েক বছর ধরে শাহজাদপুর শহরে বড় বড় ইমারত তৈরি করা হলেও সেখারে অগ্নিকাণ্ড প্রতিরোধে কোনো ব্যবস্থা রাখা হয়নি।’

এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘শাহজাদপুর উপজেলা পরিষদের মাসিক সভায় বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছি। এ নিয়ে দোকান মালিকদের নিয়ে শিগগিরই আলোচনায় বসা হবে।’

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন বলেন, ‘অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ফায়ার সার্ভিসের লোকদের সঙ্গে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন