বিজ্ঞাপন

দ. আফ্রিকা নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে এএনসি

May 8, 2019 | 3:54 pm

আন্তর্জাতিক ডেস্ক

চরম জাতিবিদ্বেষের সময় পেছনে ফেলে এলেও দক্ষিণ আফ্রিকার কালো মেঘ এখনো কাটেনি। লাগামহীন দুর্নীতি, সীমাহীন ধনী-গরিব বৈষম্য ও ভূমি সংস্কারের মতো বিষয়কে সামনে রেখে রংধনুর দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে ৬ষ্ঠ জাতীয় নির্বাচন। স্থানীয় সময় বুধবার (৮ মে) সকাল ৭টায় শুরু হয়ে এই ভোটগ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ২ কোটি ৬০ লাখ। খবর বিবিসি।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি), দ্য সেন্ট্রালিস্ট ডেমোক্রেটিক অ্যালিয়েন্স (সিডিএ) এবং বামপন্থী ইকোনমিক প্রিডম ফাইটারস (ইএফএফ)-এর মধ্যে। এএনসি একচ্ছত্র ক্ষমতা পাবেনা বলে ধারণা করা হচ্ছে। আফ্রিকার চার শ সিটের ন্যাশনাল অ্যাসেম্বলিতে এএনসি বর্তমানে ২৪৯টি সিট দখল করে আছে। তারা ১৯৯৪ সাল থেকে ক্ষমতায়।

দক্ষিণ আফ্রিকায় সাদা’রা এখনো কালোদের চেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আনুপাতিক হারে অধিক ভূমির মালিক। বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এসব সংকট কমিয়ে আনার আশ্বাস দিয়েছিলেন। তবে তিনি তা পারেননি বলে দাবি বিরোধীদের। দেশটিতে ৭৯.৪ শতাংশ কালো বা ভিন্ন বর্ণের বিপরীতে সাদা বর্ণের নাগরিক মাত্র ৯.২ শতাংশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন