বিজ্ঞাপন

লন্ডনে তারাবির নামাজের সময় গুলির শব্দ, মসজিদ বন্ধ

May 10, 2019 | 12:21 pm

আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব লন্ডনে তারাবির নামাজ পড়ার সময় এক মসজিদের পাশে গুলির আওয়াজ শোনা গেছে। বৃহস্পতিবার (৯ মে) রাতে এই ঘটনা ঘটে। ঘটনার পর মসজিদটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর দ্য ইনডিপেন্ডেন্টের।

বিজ্ঞাপন

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, তারা ইলফোর্ডের সেভেন কিংস একাকার হাই রোডে গুলির আওয়াজ শোনা যাওয়ার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে সেভেন কিংস মসজিদের তারাবির নামাজের সময় এই গুলির আওয়াজ শোনা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, মসজিদে গুলি করা হয়েছে। তবে ঘটনার সময় মসজিদে নামাজ আদায় করছিলেন এমন এক ব্যক্তি টুইটারে জানিয়েছেন, তিনি গুলির আওয়াজ শুনেছেন তবে তখন ভেবেছিলেন এটা কোনো আতশবাজি বা এমনকিছু ফাটার শব্দ।

তবে পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি ‘ব্ল্যাংক ফায়ারিং হ্যান্ডগান’ ব্যবহার করা হয়েছে। মসজিদের বাইরে ভিন্ন একটি ঘটনায় এই গুলি ছোড়া হয়েছে। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন