বিজ্ঞাপন

কূটনীতিকদের নিয়ে বিএনপির ইফতার

May 14, 2019 | 8:01 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে ইফতার করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার (১৪ মে) অষ্টম রোজায় ঢাকার ওয়েস্টিন হোটেলে এই ইফতার মাহফিল হয়।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইফতার পার্টিতে আসা কূটনীতিকদের স্বাগত জানান।

ইফতারে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন, নেদারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, চীন, নরওয়ে, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, শ্রীলংকা, ভিয়েতনাম, জাপান, ভ্যাটিকান, তুরস্কসহ প্রায় ৩০টি দেশ, উন্নয়ন সংস্থা ও মিশনে কর্মরত কূটনীতিকরা অংশ নেন।

বিজ্ঞাপন

বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়াপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, এনামুল হক চৌধুরী, জেবা খান, তাবিথ আউয়াল ইফতার পার্টিতে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, আসিফ নজরুল, শাহদীন মালিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদসহ অন্যরাও ইফতারে ছিলেন।

বিজ্ঞাপন

ইফতারের আগে কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার মুক্তি ও লন্ডনে অবস্থানরত দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আরোগ্য লাভসহ দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সারাবাংলা/এজেড/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন