বিজ্ঞাপন

আইপিএলে কে কেমন দাম পেলেন, পুরো স্কোয়াড

January 29, 2018 | 3:12 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

আইপিএলের আসন্ন আসরকে সামেনে রেখে আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে। দুই দিনের (শনিবার ও রোববার) নিলামে অনেক বিশ্বসেরা তারকাকেই দলে ভিড়িয়েছে দলগুলো, বাদ পড়েছেন আরও অনেকে। দেখে নেওয়া যাক কেমন হলো আটটি দলের স্কোয়াড।

অন্তত ১৮ জনের স্কোয়াড গড়তে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সর্বাধিক ২৫ জনকে দলে নেওয়া যায়। আর সর্বাধিক ৮ জন বিদেশী ক্রিকেটারকে রাখা যায় স্কোয়াডে। নিলামের প্রথম দিন ২ কোটি ভারতীয় রুপিতে সাকিবকে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর ২ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে মোস্তাফিজকে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারাইন (১২.৫ কোটি, রিটেইন), আন্দ্রে রাসেল (৮.৫ কোটি, রিটেইন), মিচেল স্টার্ক (৯.৪ কোটি), ক্রিস লিন (৯.৬ কোটি), দীনেশ কার্তিক (৭.৪ কোটি), রবিন উথাপ্পা (৬.৪ কোটি), পীযুষ চাওলা (৪.২ কোটি), কুলদীপ যাদব (৫.৮ কোটি), শুভমন গিল (১.৮ কোটি), ইশাঙ্ক জাগ্গি (২০ লাখ), কমলেশ নাগারকোটি (৩.২ কোটি), নীতিশ রানা (৩.৪ কোটি), শীভামমাভি (৩ কোটি), মিচেল জনসন (২ কোটি), বিনয় কুমার (১ কোটি), রিঙ্কু সিং (৮০ লাখ), ক্যামেরুন ডেলপোর্ট (৩০ লাখ), জ্যাভন সিয়ারলেস (৩০ লাখ), অপূর্ব ওয়াঙ্কখাদে (২০ লাখ)।

বিজ্ঞাপন

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (১৫ কোটি, রিটেইন), হার্দিক পান্ডিয়া (১১ কোটি, রিটেইন), জাসপ্রীত বুমরাহ (৭ কোটি, রিটেইন), কিয়েরন পোলার্ড (৫.৪ কোটি), মোস্তাফিজুর রহমান (২.২ কোটি), সূর্য্যকুমার যাদব (৩.২ কোটি), ক্রুনাল পান্ডিয়া (৮.৮ কোটি), ইশান কিষান (৬.২ কোটি), প্যাট কামিন্স (৫.৪ কোটি), এভিন লুইস (৩.৮ কোটি), বেন কাটিং (২.২ কোটি), রাহুল চাহার (১.৯ কোটি), জেনস বেহেরনড্রফ (১.৫ কোটি), প্রদীপ সাঙ্গওয়ান (১.৫ কোটি), জেপি ডুমিনি (১ কোটি), সৌরভ তিওয়ারি (৮০ লাখ), তেজিন্দর সিং (৫৫ লাখ), আকিলা ধনাঞ্জয়া (৫০ লাখ), আদিত্য তারে (২০ লাখ), মোহাম্মদ নিধেস (২০ লাখ), অনুকুল রায় (২০ লাখ), মায়াঙ্ক মারকান্দে (২০ লাখ), সারদ লাম্বা (২০ লাখ), মহসিন খান (২০ লাখ), সিধেস লাদ (২০ লাখ)।

চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি (১৫ কোটি, রিটেইন), সুরেশ রায়না (১১ কোটি, রিটেইন), রবীন্দ্র জাদেজা (৭ কোটি, রিটেইন), ফাফ ডু প্লেসিস (১.৬ কোটি), ডোয়েন ব্র্যাভো (৬.৪ কোটি), হরভজন সিং (২ কোটি), শেন ওয়াটসন (৪ কোটি), কেদার যাদব (৭.৮ কোটি), আম্বাতি রায়ডু (২.২ কোটি), ইমরান তাহির (১ কোটি), করণ শর্মা (৫ কোটি), শারদুল ঠাকুর (২.৬ কোটি), মুরালি বিজয় (২ কোটি), হরভজন সিং (২ কোটি), মার্ক উড (১.৫ কোটি), স্যাম বিলিংস (১ কোটি), দীপক চাহার (৮০ লাখ), লুঙ্গী এনগিদি (৫০ লাখ), মিচেল স্যান্টনার (৫০ লাখ), কেএম আসিফ (৪০ লাখ), চৈতন্য বিস্ময়ী (২০ লাখ), নারায়ন জগদিশান (২০ লাখ), ধ্রুব সরে (২০ লাখ), ক্ষিতীষ শর্মা (২০ লাখ), কানিশক শেঠ (২০ লাখ), মনু কুমার (২০ লাখ)।

দিল্লি ডেয়ার ডেভিলস: ঋষভ পন্ত (১৫ কোটি, রিটেইন), ক্রিস মরিস (১১ কোটি, রিটেইন), শ্রেয়াস ইয়ার (৭ কোটি, রিটেইন), গ্লেন ম্যাক্সওয়েল (৯ কোটি), গৌতম গম্ভীর (২.৮ কোটি), জেসন রয় (১.৫ কোটি), কলিন মুনরো (১.৯ কোটি), মোহম্মদ সামি (৩ কোটি), কাগিসো রাবাদা (৪.২ কোটি), অমিত মিশ্র (৪ কোটি), পৃথ্বী শ (১.২ কোটি), রাহুল তেওয়াটিয়া (৩ কোটি), বিজয় শঙ্কর (৩.২ কোটি), হার্ষাল প্যাটেল (২০ লাখ), শাহবাজ নাদিম (৩.২ কোটি), ট্রেন্ট বোল্ট (৩.২), ড্যানিয়েল ক্রিস্টিয়ান (১.৫ কোটি), নামান ওঝা (১.৪ কোটি), গুরকিরাত সিং মান (৭৫ লাখ), আভিষ খান (৭০ লাখ), অভিষেক শর্মা (৫৫ লাখ), জয়ন্ত যাদব (৫০ লাখ), সন্দীপ লামিচান (২০ লাখ), মনজুর কালরা (২০ লাখ), শ্রেয়ান ঘোষ (২০ লাখ)।

বিজ্ঞাপন

কিংস ইলেভেন পাঞ্জাব: অক্ষর প্যাটেল (১২.৫ কোটি, রিটেইন), রবিচন্দ্রন অশ্বিন (৭.৬ কোটি), যুবরাজ সিং (২ কোটি), করুণ নায়ার (৫.৬ কোটি), লোকেশ রাহুল (১১ কোটি), ডেভিড মিলার (৩ কোটি), অ্যারন ফিঞ্চ (৬.২ কোটি), মার্কাস স্টোইনিস (৬.২ কোটি), মায়াঙ্ক আগরওয়াল (১ কোটি), অ্যান্ড্রু টাই (৭.২ কোটি), মুজীব জাদরান (৪ কোটি), অঙ্কিত রাজপুত (৩ কোটি), মোহিত শর্মা (২.৪ কোটি), বারিন্দ্রার শ্রান (২.২ কোটি), ক্রিস গেইল (২ কোটি), বেন ডারসুইস (১.৪ কোটি), মনোজ তিওয়ারি (১ কোটি), আকশদীপ নাথ (১ কোটি), পারদীপ সাহু (২০ লাখ), মনজুর আহমেদ দর (২০ লাখ), মায়াঙ্ক দাগার (২০ লাখ)।

রাজস্থান রয়্যালস: স্টিভ স্মিথ (১২.৫ কোটি, রিটেইন), বেন স্টোকস (১২.৫ কোটি), অজিঙ্কা রাহানে (৪ কোটি), স্টুয়ার্ট বিনি (৫০ লাখ), সঞ্জু স্যামসন (৮ কোটি), জোস বাটলার (৪.৪ কোটি), রাহুল ত্রিপাঠি (৩.৪ কোটি), ডার্সি শর্ট (৪ কোটি), জোফরা আর্চার (৭.২ কোটি), যাদব উদানকাট (১১.৫ কোটি), ক্রিসনাপা গৌতম (৬.২ কোটি), ধাওয়াল কুলকার্নি (৭৫ লাখ), জহির খান (৬০ লাখ), দুশমন্ত চামিরা (৫০ লাখ), বেন লাফিং (৫০ লাখ), আরিয়ামান বিড়লা (২০ লাখ), অনুরিত সিং (৩০ লাখ), যতীন সাক্সেনা (২০ লাখ), অঙ্কিত শর্মা (২০ লাখ), এস মিধুন (২০ লাখ), শ্রেয়াস গোপাল (২০ লাখ), প্রশান্ত চোপরা (২০ লাখ), মহীপাল লোমরুর (২০ লাখ)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (১৭ কোটি, রিটেইন), এবি ডি ভিলিয়ার্স (১১ কোটি, রিটেইন), সরফরাজ খান (৩ কোটি, রিটেইন), ব্রেন্ডন ম্যাককালাম (৩.৬ কোটি), ক্রিস ওকস (৭.৪ কোটি), কলিন ডি গ্র্যান্ডহোম (২.২ কোটি), মঈন আলি (১.৭ কোটি), কুইন্টন ডি কক (২.৮ কোটি), উমেশ যাদব (৪.২ কোটি), যুভেন্দ্র চাহাল (৬ কোটি), মনন ভোরা (১.১ কোটি), ওয়াশিংটন সুন্দর (৩.২ কোটি), নবদীপ সাইনি (৩ কোটি), মোহাম্মদ সিরাজ (২.৬ কোটি), নাথান কোল্টার নাইল (২.২ কোটি), মুরুগান অশ্বিন (২.২ কোটি), পার্থিব প্যাটেল (১.৭ কোটি), মানদীপ সিং (১.৪ কোটি), পবন নেগী (১ কোটি), টিম সাউদি (১ কোটি), কুলওয়ান খেজরুলিয়া (৮৫ লাখ), অঙ্কিত চৌধুরি (৩০ লাখ), অনিরুদ্ধ যোশী (২০ লাখ), পবন দেশপান্ডে (২০ লাখ)।

সানরাইজার্স হায়দ্রাবাদ: ডেভিড ওয়ার্নার (১২.৫ কোটি, রিটেইন), ভুবনেশ্বর কুমার (৮.৫ কোটি, রিটেইন), শিখর ধাওয়ান (৫.২ কোটি), সাকিব আল হাসান (২ কোটি), কেন উইলিয়ামসন (৩ কোটি), মানিশ পান্ডে (১১ কোটি), কার্লোস ব্রাথওয়েট (২ কোটি), ইউসুফ পাঠান (১.৯ কোটি), ঋদ্ধিমান সাহা (৫ কোটি), রশিদ খান (৯ কোটি), ঋকি ভুই (২০ লাখ), দীপক হুদা (৩.৬ কোটি), সিদ্ধার্ত কাউল (৩.৮ কোটি), সন্দীপ শর্মা (৩.৩ কোটি), খলিল আহমেদ (৩ কোটি), ক্রিস জর্ডান (১ কোটি), গোস্বামী (১ কোটি), মোহাম্মদ নবী (১ কোটি), বাসিল থাম্পি (৯৫ লাখ), বিল্লি স্টানলেক (৫০ লাখ), নটারাজন (৪০ লাখ), মেহেদি হাসান (২০ লাখ), শচীন বেবি (২০ লাখ), বিপুল শর্মা (২০ লাখ), তন্ময় আগারওয়াল (২০ লাখ)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন