বিজ্ঞাপন

বার্সা, ইউনাইটেডকে পেছেন ফেলে শীর্ষে রিয়াল

May 17, 2019 | 11:08 am

স্পোর্টস ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পরে বেশ ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে তা ইউরোপের বাজারে নয় খেলার ময়দানে। খেলার ময়দানে পাক্কা এক সিজনে ধরে রোনালদোর অভাবে ভুগেছে রিয়াল।

বিজ্ঞাপন

তবে খেলার ময়দানের বাইরে আবারো শীর্ষে রিয়াল মাদ্রিদ। ইউরোপের সেরা ফুটবল ব্র্যান্ডের মূল্য তালিকায় সবার উপরে নাম উঠেছে রিয়াল মাদ্রিদের। আর এই তালিকায় তারা পেছনে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা সহ অনেক বড় বড় ক্লাবকেও।

এর আগে গেল বছর রিয়ালের অবস্থান ছিল দুইয়ে। আর শীর্ষে ছিল ইংল্যান্ডের সব থেকে ধনী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আর রিয়ালের চির প্রতিদ্বন্দী বার্সেলোনা ছিল তিনে।

এবছর রিয়াল মাদ্রিদের ব্র্যান্ডের মূল্য দাঁড়িয়েছে ১.৬৪৬ বিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য ১.৪৭২ বিলিয়ন ইউরো। আর রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ১.৩৯৩ বিলিয়ন ইউরোর মূল্য নিয়ে আছে তিনে।

বিজ্ঞাপন

এছাড়াও এই তালিকার সেরা ছয়ে আছে যথাক্রমে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল।

 

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন