বিজ্ঞাপন

গরম ঠেকাতে চট্টগ্রাম বিজ্ঞান কলেজে টি-শার্ট বিতরণ

May 17, 2019 | 3:58 pm

সারাবাংলা ডেস্ক

প্রচণ্ড গরমে প্রতিদিন ইউনিফর্ম পরে ক্লাস করা যেমন কষ্টকর, তেমনি ইউনিফর্ম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটাও কঠিন। চলমান তীব্র গরমের আবহাওয়ায় তাই শিক্ষার্থীদের পরিচ্ছন্ন রাখতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ। শিক্ষার্থীদের মধ্যে টি-শার্ট বিতরণ করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

কলেজ কর্তৃপক্ষ বলছে, এখন থেকে প্রতি মঙ্গলবার এই টি-শার্ট পরে ক্লাস করতে পারবে শিক্ষার্থীরা। এদিন ও শুক্রবার তারা নিজেদের ইউনিফর্ম ধুয়ে দিলে সপ্তাহের বাকি দিনগুলোতে পরিচ্ছন্ন ইউনিফর্ম পরতে পারবে।

মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের হাতে এ টি-শার্ট তুলে দেয়। ছাত্রীদের জন্যও এমন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কলেজটি।

চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান বলেন, প্রায় সব শিক্ষার্থীর কাছেই একটি করে ইউনিফর্ম আছে। ফলে সপ্তাহের প্রতিদিনই সেটি পরে কলেজে আসতে হয় তাদের। এই গরমের মধ্যে এটা অস্বস্তিকর। আবার ঘামে ভেজা শার্ট বারবার পরাটা অস্বাস্থ্যকরও। তাই তাদের স্বাস্থ্য ও স্বস্তির কথা মাথায় রেখেই আমরা টি-শার্ট পরার সুযোগ করে দিয়েছি।

বিজ্ঞাপন

কলেজের শিক্ষার্থীরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিজ্ঞপ্তি।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন