বিজ্ঞাপন

মেসির পর্যায়েই আছে নেইমার: আলভেজ

January 30, 2018 | 3:02 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

অনেকেই বলেন লিওনেল মেসির ছায়া থেকে বের হতে নেইমার পিএসজিতে যোগ দিয়েছেন। মেসি থেকে দূরে সরে যাওয়াটা নেইমারের জন্য ভালো হয়েছে বলে মনে করেন পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। তার মতে, মেসির ছায়া থেকে না সরলে নেইমারের ব্যক্তিগত পুরস্কার জেতা হতো না।

গত আগস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। ব্রাজিলের এই ফরোয়ার্ডের আগেই বার্সা ছেড়ে জুভেন্টাসের জার্সিতে খেলেছেন আলভেজ। পরে যোগ দেন পিএসজিতে। অনেকের ধারনা, নেইমারকে ক্যাম্প ন্যু থেকে ভাগিয়ে ফ্রান্সে পাড়ি জমানোর জন্য কলকাঠি নেড়েছেন আলভেজ।

পিএসজিতে প্রথম বছরেই নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতায় এরই মধ্যে করেছেন ২৬ গোল।

বিজ্ঞাপন

আলভেজ তার স্বদেশী নেইমার প্রসঙ্গে জানান, ‘আমি নেইমারকে বার্সা ছাড়ার কিছু উপদেশ দিয়েছিলাম। পিএসজিতে এসে আমার যে ভালো অভিজ্ঞতা হয়েছে, আমি তাকে সে সব বলেছিলাম। নেইমারকে আরও বলেছিলাম, নিজের মনের কথা শুনতে, সুখী হতে।’

আলভেজের দাবি, নেইমারের নিজের ভালো ও জাতীয় দলের কথা ভেবেই তার দল বদলানো দরকার ছিল, ‘নেইমারের নিজের পরিণত হয়ে ওঠা এবং ব্রাজিল দলের জন্যই ওর বের হয়ে আসা গুরুত্বপূর্ণ ছিল। আমি এতে কোনো ভূমিকা রাখিনি। সে যখন বার্সায় গিয়েছিল, তখন আমার ছোট একটা ভূমিকা ছিল। আমি পরামর্শ দিয়েছিলাম, বলেছিলাম ক্লাব ও শহরটা থাকার জন্য কত ভালো। কিন্তু এবার (পিএসজিতে) এমন কিছু হয়নি। আমি শুধু ওর আগে ক্লাবে যোগ দিয়েছি, এটুকুই।’

মেসির মতো অনন্য খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারাকে সৌভাগ্য মানছেন আলভেজ। তিনি আরও যোগ করেন, ‘মেসির মতো অতুলনীয় কারও সঙ্গে খেলার অনুভূতি অসাধারণ। আমি মনে করি, বিশ্ব ফুটবলে মেসি ভয়ঙ্কর ফুটবলার। নেইমার মেসির পর্যায়েই আছে। ব্যাপারটা হলো, মেসির ছায়া থেকে তার বের হওয়া লাগতোই। আমার মনে হয়, মেসির মতো এমন এক খেলোয়াড়ের সঙ্গে না খেললেই ব্যক্তিগত পুরস্কার জেতার সম্ভাবনা বাড়ে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন