বিজ্ঞাপন

বগুড়ায় ঝড়ে ঘরের ছাদ ভেঙে ১৯ শ্রমিক আহত

May 28, 2019 | 12:10 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় ঝড়ে নির্মাণাধীন ভবনের শ্রমিকদের বসবাসের ঘরের ছাদ ভেঙ্গে ১৯ শ্রমিক আহত হয়েছেন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, গতরাতে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়। দুই মিনিটের এই ঝড়ে শাজাহানপুরের ফটকী ব্রিজ এলাকায় একটি টিন শেড ঘরের ছাদ ভেঙে পড়ে। ওই ঘরে একটি নির্মাণাধীন স্কুল ভবনের কাজে নিয়োজিত ২৫ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন। ঘুমের মধ্যে চাপা পড়ে তারা আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বগুড়া মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির (সিলিমপুর ফাঁড়ি) ইনচার্জ রফিকুল ইসলাম জানান, রাতেই আহত ১৯ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে রাকিব, শিপন, আতিকুল এবং শফিকুল নামের চার জনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন