বিজ্ঞাপন

অর্থের মোহ ভুলে জাতীয় দলের আশায় তেভেজ

January 31, 2018 | 4:54 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

২০১৫ সালের অক্টোবরে সর্বশেষ আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি পরে মাঠে নেমেছিলেন কার্লোস তেভেজ। এরপর থেকেই জাতীয় দলে ব্রাত্য। ক্যারিয়ারের শেষ বেলায় এসে আবারো জাতীয় দলে ডাক পড়তে পারে ৩৩ বছর বয়সী তেভেজের।

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছেন কোচ জর্জ সাম্পাওলি। তেভেজকে বিশ্বকাপের দলে ফেরানোর সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। আর সেটা শুনেই তেভেজ আবারও জাতীয় দলে ফেরার লড়াই শুরু করে দিয়েছেন।

কাঁড়ি কাঁড়ি টাকার লোভনীয় প্রস্তাব পেয়েই গত মৌসুমে শৈশবের ক্লাব বোকা জুনিয়র্স ছেড়ে চীনের ক্লাব সাংহাইয়ে পাড়ি জমিয়েছিলেন আর্জেন্টাইন তারকা তেভেজ। সেখানে সুখে খাকলেও আবারো শৈশবের ক্লাবে ফিরেছেন এই মৌসুমে। বোকার হয়ে অবশ্য দ্বিতীয় ধাপে মাত্র একটিই ম্যাচ খেলেছেন আগের ধাপে ৩৪ ম্যাচ খেলা তেভেজ। তাতে কোলনের বিপক্ষে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন। তার দল ২-০ গোলে জয় তুলে নিয়েছে।

বিজ্ঞাপন

চীনা অর্থে ফুটবল তারকাদের মাথা বিগড়ে যাওয়াই স্বাভাবিক ছিল। লোভনীয় প্রস্তাবে গা ভাসিয়ে সেখানে গিয়েছিলেন আর্জেন্টাইন তারকা ইজিকুয়েল লাভেজ্জি, ব্রাজিলের তারকা অস্কার, হাল্ক। তবে, তেভেজ টাকার মোহ ছেড়ে আর্জেন্টিনায় ফেরার জন্য ব্যাকুল ছিলেন শুধু জাতীয় দলে আরেকবার সুযোগ পাওয়ার জন্য।

এবার তেভেজ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন, ‘আমি জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে খেলতে চাই। চীনের ক্লাব ছাড়ার পর এটা আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। চীনে খেলতে থাকলে হয়তো আর্জেন্টিনার জার্সিকে মিস করতাম। সেটা ভাবতে গেলেই মাথাটা গুলিয়ে আসে। জাতীয় দলের অনেক সুযোগকেই কাজে লাগাতে পারবো।’

চীনা ক্লাব সাংহাইয়ে আর্জেন্টাইন তারকা এই ফরোয়ার্ড সপ্তাহে ৬ লাখ ১৫ হাজার পাউন্ড আয় করেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৪২ লাখ টাকা। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের একজন ছিলেন তেভেজ। শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে নিজের ইচ্ছেতেই ফিরেছেন তেভেজ।

বিজ্ঞাপন

তেভেজ আরও যোগ করেন, ‘বিশ্বকাপের জন্য আমি লড়াই থামিয়ে দিইনি। অবশ্যই আমাকে নিয়ে কোচকে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে। যদি সাম্পাওলি দল গঠন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে থাকেন, তাহলে আগামী তিন-চার মাসে আমার নিজের জায়গাটা করে নেয়ার দারুণ একটি সুযোগ পাবো।’

জাতীয় দলে জায়গা পেতে লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়াইন, সার্জিও আগুয়েরো এবং মাউরো ইকার্দিদের সঙ্গে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন তেভেজ। গণমাধ্যমে সাম্পাওলি জানিয়েছেন, ‘কিছু খেলোয়াড়ের বর্তমান অবস্থা কী তা জানার জন্য কয়েকজন কাজ করে যাচ্ছেন। তারা হয়তো বা আমাদের তালিকার বাইরে রয়েছেন। যদি তেভেজ নিজের অবস্থার উন্নতি ঘটিয়ে নজর কাড়তে সক্ষম হয়, তাহলে তার বিষয়েও চিন্তা-ভাবনা করা হবে।’

আর্জেন্টিনার কোচ আরও যোগ করেন, ‘যে কোনো খেলোয়াড়কেই আমরা খুব কাছ থেকে দেখবো, বিচার-বিশ্লেষণ করবো। কাউকেই ভালোভাবে দেখা ছাড়া বাদ দেয়া হবে না। কেউই তেভেজের বৈশিষ্ট্য কেড়ে নিতে পারবে না।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন