বিজ্ঞাপন

শুভেচ্ছা বিনিময়, কাজ গতিশীল রাখতে দস্তগীর গাজীর নির্দেশনা

June 9, 2019 | 8:46 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঈদের পর প্রথম কর্মদিবসে নিয়মিত দাফতরিক কাজের পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। রোববার (৯ জুন) সকালে মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় কর্মকর্তা-কর্মচারীদের কুশলও জানতে চান মন্ত্রী।

বিজ্ঞাপন

এছাড়া বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার কার্যালয়ে যান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম, পাট অধিদফতরের মহাপরিচালক শামসুল আলম। মন্ত্রী তাদের সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে, মন্ত্রণালয়ের কাজ যেন গতিশীল থাকে, স্বচ্ছ থাকে সে নির্দেশনাও কর্মকর্তা-কর্মচারীদের দেন গোলাম দস্তগীর গাজী। এসময় সবাইকে মিষ্টিমুখ করান তিনি।

বিজ্ঞাপন

রোববার (৯ মে) মন্ত্রণালয়ে দাফতরিক ও ‍রুটিন যেসব কাজ ছিল তা নিয়মমাফিক সম্পন্ন করেছেন মন্ত্রী। মন্ত্রলাণয়ের বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীই কাজে ফিরেছেন। তারাও নিজেদের যথাযথ দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন