বিজ্ঞাপন

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী

June 10, 2019 | 4:48 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: চীনের কুনমিং এ অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম’ এ যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (১০ জুন) দুপুরে চীনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিজ্ঞাপন

চীনের ইউনান প্রদেশের গভর্নর রুআন চেংফা’র আমন্ত্রণে তিনি এ ফোরামে যোগ দিচ্ছেন। ফোরামে চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী।

চীনের কুনমিংয়ে আগামী ১২ থেকে ১৮ জুন ‘সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া কমোডিটি এক্সপো অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার অ্যান্ড সেকেন্ড চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম-২০১৯’ অনুষ্ঠিত হচ্ছে। আর সাইড ইভেন্ট হিসেবে ১০ থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সেকেন্ড চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম’।

অনুষ্ঠানে বাংলাদেশের অংশ গ্রহনে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি পাবে। মন্ত্রী ১২ জুন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া কমোডিটি এক্সপো অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানেও যোগদান করবেন।

বিজ্ঞাপন

মন্ত্রী আগামী ১৩ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন