বিজ্ঞাপন

আজও বৃষ্টির প্রত্যাশা

June 18, 2019 | 10:24 am

সিরাজুম মুনিরা, সিনিয়র নিউজরুম এডিটর

আগেই বলেছিলাম, পৃথিবীর জলবায়ুর এখন যে অবস্থা আগে থেকে আসলে কোনো পূর্বাভাস দিলেও তা সবসময় মেলে না। সোমবার (১৭ জুন) বিকেল পর্যন্ত ছিল অসহনীয় গরম, সন্ধ্যা নামতেই হঠাৎ করে কেমন শীতল হতে শুরু করলো চারপাশ। তারপর রাতে তো সবকিছু উড়িয়ে নেওয়ার মতো বাতাস আর বৃষ্টি হলো।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জুন) বেলা অব্দি সেই রেশ রয়ে গেছে। রাজধানী এখনও বেশ শীতল। তবে দেশের বিভিন্ন অঞ্চলে এখনও প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি বা ভারি বৃষ্টি হতে পারে।

অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সেটা অবশ্য শরীরে অনুভূত হবে ৪৩ ডিগ্রি। এছাড়া আজও বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিছুটা সাবধানতা তো অবলম্বন করতেই হবে। বিশেষ করে বৃষ্টির আগে যদি প্রচণ্ড ঝড় বা বাতাস শুরু হয় তাহলে নিরাপদ স্থানে অবস্থান নিতে হবে।

বিজ্ঞাপন

সবাই নিরাপদে থাকুন।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন