বিজ্ঞাপন

১৪ বছর পর জাবি ছাত্র হত্যা মামলার রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

June 19, 2019 | 1:52 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কিশোরগঞ্জ: দীর্ঘ ১৪ বছর পর রায় ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র এরশাদুল ইসলাম চয়ন (২৮) হত্যা মামলার। রায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জুন) কিশোরগঞ্জ প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম বহুল আলোচিত এই মামলার রায় দেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আব্দুল আওয়াল (৩০), আল-আমিন (২৬) ও সুফল মিয়া (২২)।

যাবজ্জীবন কারাদণ্ড সাজা পেয়েছেন, আব্দুল করিম (৪০), আব্দুল কাদির (৪০), সাফিয়া খাতুন (৩৩), সোহেল মিয়া (২৪), রিপা আক্তার (২২), আমিনুল হক (৫০), আ. রউফ ফকির ( ৪৫) ও জহুরা খাতুন (৩৪)।

বিজ্ঞাপন

মামলার এজাহার থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সালের ২ ডিসেম্বর দুপুর ৩ টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার টান সিদলা গ্রামের জহিরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশী আসামিদের পরিবারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিবেশী পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন জহিরুল ইসলামের ছেলে এরশাদুল ইসলাম চয়নকে। গুরুতর আহত অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জহিরুল ইসলাম রতন ১১ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার এই  মামলার রায় দেন আদালত।

আসামিদের মধ্যে মৃত্যুদন্ডপ্রাপ্ত আব্দুল আওয়াল ও সুফল মিয়া এবং যাবজ্জীবন দণ্ড পাওয়া সোহেল মিয়া পলাতক। এছাড়া অন্য সবাই কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন